Practice Sheet
পদার্থবিজ্ঞান
তাপগতিবিদ্যা
1. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে ?
2. পানি ,বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রায় একসঙ্গে থাকতে পারে তা হল-
273.16 K
273.16 K
ত্রৈধ বিন্দুতে কোন পদার্থ একই সাথে কঠিন, তরল এবং বাষ্পীয় অবস্থায় বিরাজ করতে পারে। অর্থাৎপানির ত্রৈধ বিন্দুতে একই সাথে তরল পানি, বরফ ও বাষ্প পাওয়া যাবে। 4.58mm(hg) চাপ ও 273.16K তাপমাত্রাকে পানির ত্রৈধ বিন্দু বলা হয়।
3. কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়?
4. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই মান পাওয়া যায়?
কোনোটিই নয়
কোনোটিই নয়
কোন তাপমাত্রাতেই সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই মান পাওয়া যায় না।
5. এক কাপ পানি তাপমাত্রা থেকে এ নামানো হল ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন কত হবে?
তাপমাত্রা পরিবর্তনের সম্পর্কটি,
6. ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ?
প্রশ্নমতে
7. তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়?
শূন্যতম
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
শূন্যতম
তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। শূন্যতম সূত্রটি হল - দুটি বস্তু যদি তৃতীয় কোন বস্তুর সাথে তাপীয় সাম্যবস্থায় থাকে তবে প্রথম বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সাম্যবস্থায় থাকবে।
8. তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে পরিবর্তন হবে
9. শক্তির নিত্যতা সূত্রটি তাপ গতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?
শূন্যতম সূত্র
প্রথম সূত্র
দ্বিতীয় সূত্র
প্রথম ও দ্বিতীয় সূত্র
প্রথম সূত্র
তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির সংরক্ষণশীলতার বা নিত্যতার একটি বিশেষ রূপ।
10. কোন সিস্টেম পরিবেশ থেকে 800J তাপশক্তি শোষণ করায় এর অন্তঃস্থ শক্তি 500J বৃদ্ধি পেল। সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত?
500 J
800 J
1300 J
300 J
300 J
আমরা জানি
মনে রাখবে, সিস্টেম তাপ গ্রহণ/শোষণ করলে,
সিস্টেম তাপ ত্যাগ/বর্জন করলে, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে, সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে,
সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে,
সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পেলে,
11. কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 300 J তাপ বর্জন করে । ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে-
-1500 J
-300 J
300 J
-450 J
-300 J
এখানে, dQ = -300 J, কেননা সিস্টেম তাপ বর্জন করে ।
dQ = dU+dW
বা, -300J = dU+0
বা, dU = -300J
জেনে রাখো, ধ্রুব আয়তনে বা আয়তনের কোন পরিবর্তন না হলে dV = 0,
অর্থাৎ , dW = pdV = p x 0 = 0
12. স্থির চাপের কোন আদর্শ গ্যাসের আয়তন 0.04 থেকে প্রসারিত হয়ে 0.05 হলো । বহিঃস্থ কাজের পরিমান-
1J
30J
100J
1000J
1000J
dW = PdV = (0.05-0.04) = 1000J
13. তাপগতিবিদ্যার প্রথম সুত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে?
বল ও শক্তি
তাপ ও কাজ
কাজ ও বল
তাপ ও বল
তাপ ও কাজ
ব্যাখ্যা : তাপগতিবিদ্যার প্রথম সুত্রের দু'টি মতবাদ রয়েছে :
(i) জুলের মতবাদ : যখন কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয়, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয় ।
v অর্থাৎ , W H W = JH
যেখানে J হচ্ছে তাপের যান্ত্রিক সমতা/জুল তুল্যাংক।
(ii) ক্লসিয়াসের মতবাদ : যখন কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় বা সিস্টেম কর্তৃক তাপ গৃহীত হয় ,
তখন তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যবহৃত হয়।
অর্থাৎ, dQ = dU+dW = dU+pdV
14. তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কোনটি ?
Q=U+W
W=Q+U
Q=W-U
W=Q-U
Q=U+W
15. তাপগতিবিদ্যার প্রথম সুত্র অনুযায়ী -
W=J+2H
W=JH
W=J/H
W=
W=JH
16. Ne গ্যাসের ক্ষেত্রে এর মান কত ?
1.33
1.40
1.67
1.76
1.67
ব্যাখ্যা:একপরমাণুক গ্যাসের ক্ষেত্রে =1.67=
দ্বি-পরমাণুক গ্যাসের ক্ষেত্রে =1.4=
বহু-পরমাণুক গ্যাসের ক্ষেত্রে =1.33=
17. একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে = হলে ,নিচের কোন সম্পর্কটি এক মোলের জন্য সঠিক ?
=(x-1)R
=
=
=
=
ব্জেনে রাখো,
=
-=R
=
18. একটি আদর্শ গ্যাসের এবং এর মধ্যে সম্পর্ক-
+=
+=
-=
-=
-=
19. চলন্ত গাড়ীর টায়ারের ভেতর কোন তাপগতীয় প্রক্রিয়া চলে?
সমোষ্ণ
রুদ্ধতাপীয়
সমআয়তন
সমতাপ
সমআয়তন
20. যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না, তাকে কোন প্রক্রিয়া বলে?
সমোষ্ণ প্রক্রিয়া
রুদ্ধতাপীয় প্রক্রিয়া
প্রসারণ প্রক্রিয়া
সমচাপ প্রক্রিয়া
রুদ্ধতাপীয় প্রক্রিয়া
21. রুদ্ধতাপীয় পরিবর্তন আয়তন ও তাপমাত্রা এর মধ্যে সম্পর্ক হলো -
V
V
রুদ্ধতাপীয় সমীকরণ গুলো হলো:
i. = ধ্রুবক
ii. = ধ্রুবক
iii. = ধ্রুবক
22. নিচের কোনটি পরম শূণ্য তাপমাত্রা ?
C
F
R
K
K
23. 1 ক্যালোরি সমান কত জুল ?
4.2
4.7
4.9
5.2
4.2
ব্যাখ্যা : 1 cal = 4.2 J
1 J = 0.24 cal
24. সমোষ্ণ প্রক্রিয়ায় এক গ্রাম মোল কোন গ্যাস
C তাপমাত্রা ও দ্বিগুণ আয়তনে প্রসারিত হয় । এক্ষেত্রে মোট কৃতকাজ -
239 Cal
239 J
549 J
549 Cal
549 Cal
ব্যাখ্যা: সমোষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ, W = nRT
=
= 2305.13 J
= 548.84 Cal
25. স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণে শুষ্ক বায়ু কে ধ্রুব তাপমাত্রায়
সংনমিত করে আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত ?
2.02 X
2.02 X
2.02 X
2.02 X
2.02 X
ব্যাখ্যা : =
=>
=
=2.02 X
26. সমোষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশি স্থির থাকে তাকে বলে -
চাপ
অন্তঃস্থ শক্তি
আয়তন
এনট্রপি
অন্তঃস্থ শক্তি
ব্যাখ্যা: সমোষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে
আর সিস্টেমের অন্তঃস্থ শক্তি
তাপমাত্রার উপর নির্ভর
(U T) করে | তাই অন্তঃস্থ
শক্তি স্থির থাকে |
27. 1 mole গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ এর সময় 100 J কাজ সম্পাদিত হয়। উক্ত ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত ?
1000 J
100 J
-100 J
0 J
-100 J
ব্যাখ্যা :
dQ = 0
So, dQ = dU + dW
=> 0 = dU + dW
=> dU = -dW
=> dU = -100 J
28. একটি তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায় কিন্তু ইঞ্জিনটি কোন তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপ গতিবিদ্যার কোন সূত্র কে লংঘন করছে ?
শূন্যতম সূত্র
প্রথম সূত্র
দ্বিতীয় সূত্র
তৃতীয় সূত্র
দ্বিতীয় সূত্র
ব্যাখ্যা :তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে,
তাপমাত্রাকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করা সম্ভব না বা ইঞ্জিনের দক্ষতা 100% হওয়া সম্ভব না। তাই তাপ ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে আর কিছু অংশ কাজে রূপান্তরিত করে এবং নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহকে বর্জন করে আদি অবস্থায় ফিরে আসে অর্থাৎ একটি ইঞ্জিন কে তাপ গ্রহণ ও বর্জন করতে হয়। অথচ প্রশ্নে বলা হয়েছে ইঞ্জিনটি তাপ গ্রহণ করে না। যা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের পরিপন্থী ব্যাপার।
29. একটি কার্নো চক্রে সমতাপীয় ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা যথাক্রমে কোনটি ?
1, 2
3, 1
1, 1
2, 2
2, 2
ব্যাখ্যা : কার্নো চক্র এর ধাপসমূহ :
(i) ধাপ-1 : সমোষ্ণ প্রসারণ
(ii) ধাপ-2 : রুদ্ধতাপীয় প্রসারণ
(iii) ধাপ-3 : রুদ্ধতাপীয় সংকোচন
(iv) ধাপ-4 : সমোষ্ণ সংকোচন
30. একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 70%। তাপ উৎসের তাপমাত্রা যদি 400K হয়, তবে তাপ গ্রাহকের তাপমাত্রা কত ?
120 K
420 K
180 K
220 K
120 K
ব্যাখ্যা : X 100 %
70 % = X 100 %
Or, 0.7 = )
0.7 =
= 120 K
31. একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে ও । ইঞ্জিনটি তাপ উৎস থেকে 4500 J তাপ গ্রহণ করে কিছু তাপ কাজে রূপান্তরিত করে এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে । বর্জিত তাপের পরিমাণ কত জুল ?
1500
2000
2500
3000
3000
কার্নো ইঞ্জিন বা যেকোনো প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে,
32. এবং তাপমাত্রাদ্বয়ের মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা হবে ?
কোনোটিই নয়
33. গৃহীত তাপ ও বর্জিত তাপ যথাক্রমে ও হলে তাপীয় ইঞ্জিনের ক্ষমতা কত?
ইঞ্জিনের দক্ষতা ,
যেখানে , গৃহীত তাপ , বর্জিত তাপ
34. যদি কোন তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়, তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে?
35. কার্নো ইঞ্জিনের দক্ষতা শতভাগ বৃদ্ধি পেতে হলে গ্রাহকের উষ্ণতা হতে হবে -
36. গৃহীত তাপ এবং বর্জিত তাপ হলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত?
কর্মদক্ষতা,
একটি ইঞ্জিনের কাছ থেকে আমরা হিসেবে কাজ বা চাই এবং উৎস হতে গৃহীত তাপ, Q1 ইঞ্জিনের জন্য হিসেবে কাজ করে।
37. একটি ইঞ্জিন তাপ গ্রহণ করে। ইঞ্জিনটির দ্বারা কি পরিমান কাজ সম্পাদিত হলে ইঞ্জিনটির দক্ষতা হবে?
38. একটি রান্নাঘরের দেয়ালের সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা-
কমবে
স্থির থাকবে
বাড়বে
প্রথমে বাড়বে তারপর কমবে
বাড়বে
39. তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত সমীকরণ কোনটি?
তাপ গতিবিদ্যার প্রথম সূত্রঃ
তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রঃ
40. কোন অবস্থায় একটি বস্তুর এন্ট্রপি সবচেয়ে কম থাকে ?
বায়বীয়
তরল
কঠিন
প্লাজমা
কঠিন
এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপ । কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকায় কণাগুলো সুশৃংখলভাবে নিজেদের মধ্যে কাছাকাছি অবস্থায় সজ্জিত থাকে অর্থাৎ এন্ট্রপি সবচেয়ে কম থাকে। অন্যদিকে প্লাজমা অবস্থায় কণাগুলো সবচেয়ে দূরে দূরে অবস্থান করায় তাদের মধ্যে বিশৃঙ্খলতার মাত্রা বেশি তাই এন্ট্রপিও বেশি।
41. 2.0 kg পানির তাপমাত্রা থেকে এ উন্নীত করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে?
25 KJ
252 KJ
25 J
252 J
252 KJ
মোট প্রয়োজনীয় তাপ,
42. 1 kg পানির তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয়?
4.2J
4.5J
J
4200J
4200J
43. তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে-
44. কার্নো চক্রে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে-
শূন্য হতে কম
শুণ্য
শূন্য হতে বেশি
অসীম
শুণ্য
কার্নো চক্র একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া আর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন,
45. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশি স্থির থাকে?
তাপমাত্রা
চাপ
এন্ট্রপি
অভ্যন্তরীণ শক্তি
এন্ট্রপি
We know,
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, dQ = 0
অর্থাৎ,
46. অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির ক্ষেত্রে কোন উক্তিটি সত্য?
এন্ট্রপির কোন পরিবর্তন হয় না
এন্ট্রপি বৃদ্ধি পায়
এন্ট্রপি হ্রাস পায়
কোনটিই নয়
এন্ট্রপি বৃদ্ধি পায়
প্রত্যাবর্তী প্রক্রিয়ায় । অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এখানে এন্ট্রপি কমবে না কারণ জগতের এনট্রপি ক্রমবর্ধমান । অর্থাৎ অপ্রত্যাবর্তী তথা স্বতঃস্ফূর্ত পক্রিয়ায়
47. সুপারকন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশী সুশৃঙ্খল। যদি সুপারকন্ডাক্টর এবং সাধারণ কন্ডাক্টর অবস্থায় এনট্রপি যথাক্রমে হয় তবে নিম্নের কোনটি সঠিক?
এনট্রপি বিশৃঙ্খলার পরিমাপক বলে সুপার কন্ডাক্টরের এনট্রপি কম, সাধারণ কন্ডাক্টরের এনট্রপি বেশী।
48. এন্ট্রপি (Entropy) এর একক কোনটি?
মিটার/কিলোগ্রাম
এন্ট্রপি =
49. তাপমাত্রার 273 kg বরফকে তাপমাত্রার পানিতে রূপান্তর করা হলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? [বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ হলো ]
50. 5gm ভরের একটি সীসার বুলেট কোন দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা 160k বৃদ্ধি পায়। অন্য কোনভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত ছিল? [সীসার আপেক্ষিক তাপ =
=