loading-spinner

Practice Sheet

পদার্থবিজ্ঞান

স্থিরতড়িৎ, চলতড়িৎ

1. একটি বিন্দু চার্জ হতে 2m দুরত্বে তড়িৎক্ষেত্রের প্রাবল্যের মান E হলে, 1m দূরত্বে তড়িৎক্ষেত্রের প্রাবল্যের মান কত?

EE

2E2E

4E4E

E2\dfrac{E}{2}

সঠিক উত্তর

4E4E

বিস্তারিত

E2=(r1r2)2×E1=(21)2×E=4EE_{2}=( \dfrac{r_{1}}{r_{2}}) ^{2} \times E_{1}\newline=(\dfrac{2}{1})^2 \times E \newline =4E

2. 1μF1\mu F, 2μF2\mu F, এবং 4μF4\mu F ধারকত্ব বিশিষ্ট তিনটি ধারকের শ্রেণি সমবায়ে সংযোগ দেওয়া হল । এদের সমতুল্য ধারকত্ব হবে-

7μF7\mu F

2.63μF2.63\mu F

1.75μF1.75\mu F

0.57μF0.57\mu F

সঠিক উত্তর

0.57μF0.57\mu F

বিস্তারিত

Cs=(11+12+14)1C_{s}=( \dfrac{1}{1}+\dfrac{1}{2}+\dfrac{1}{4}) ^{-1}
=(4+2+14)1=(74)1=0.57μ= ( \dfrac{4+2+1}{4}) ^{-1}=(\dfrac{7}{4})^{-1}\newline=0.57\mu

3. একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে এটির পাত দুইটির মধ্যে বিভব পার্থক্য হয় V। ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত হবে?

14V\frac{1}{4}V

12V\frac{1}{2}V

2V\sqrt{2}V

2V2V

সঠিক উত্তর

2V\sqrt{2}V

বিস্তারিত

U=12CV2So,UV2Now,V2V1=U2U1    V2V1=2UUV2=2V1U = \frac{1}{2}CV^{2}\newline So,U \propto V^{2}\newline Now,\frac{V_{2}}{V_{1}}=\sqrt{\frac{U_{2}}{U_{1}}}\newline \implies \frac{V_{2}}{V_{1}}=\sqrt{\frac{2U}{U}}\newline \therefore V_{2}=\sqrt{2}V_{1}

4. একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হয়?

শক্তি দ্বিগুণ হয়

শক্তির কোন পরিবর্তন হয় না

শক্তি অর্ধেক হয়

শক্তি চারগুণ বৃদ্ধি পায়

সঠিক উত্তর

শক্তি অর্ধেক হয়

বিস্তারিত

U=12CV2=12×Aε0d×V2So,U1dNow,U2U1=d1d2    U2U1=d2d    U2=12U1U=\dfrac{1}{2}CV^{2} \newline = \dfrac{1}{2} \times \dfrac{A \varepsilon _{0}}{d} \times V^{2} \newline So, U \propto \dfrac{1}{d} \newline Now, \dfrac{U_{2}}{U_{1}}= \dfrac{d_{1}}{d_{2}} \newline \implies \dfrac{U_{2}}{U_{1}}=\dfrac{d}{2d} \newline \implies U_{2}= \dfrac{1}{2}U_{1}

5. তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 3μF,2μF,এবং1μF3\mu F,2\mu F,এবং 1\mu F। এদের দ্বিতীয় ও তৃতীয়টিকে শ্রেণিবদ্ধভাবে সাজিয়ে প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত করা হলে তুল্য ধারকত্ব কত?

5.6μF5.6\mu F

4.5μF4.5\mu F

3.67μF3.67\mu F

6.5μF6.5\mu F

সঠিক উত্তর

3.67μF3.67\mu F

বিস্তারিত

C=3+(21+11)1=3.67μFC=3+( 2^{-1}+1^{-1}) ^{-1}=3.67 \mu F

6. দুটি চার্জ যথাক্রমে -60C এবং +60C পরস্পর থেকে 0.12m দূরত্বে অবস্থিত । চার্জ দুটির সংযোজন রেখার ঠিক মধ্যস্থলে প্রাবল্য হবে-

3×1014NC13 \times 10^{14}\hspace{1mm}NC^{-1}

3.5×1015NC13.5 \times 10^{15}\hspace{1mm}NC^{-1}

2.5×1016NC12.5 \times 10^{16}\hspace{1mm}NC^{-1}

4×1015NC14 \times 10^{15}\hspace{1mm}NC^{-1}

সঠিক উত্তর

3×1014NC13 \times 10^{14}\hspace{1mm}NC^{-1}

বিস্তারিত

q=60+60=120Cr=0.122mপ্রাবল্য,E=9×109×qr2=9×109×120(0.06)2E=3×1014NC1q=60+60=120C \newline r=\dfrac{0.12}{2}\hspace{1mm}m \newline প্রাবল্য,\hspace{1mm} E=9 \times 10^{9}\times \dfrac{q}{r^{2}}\newline=9 \times 10^{9} \times \dfrac{120}{(0.06)^{2}}\newline \therefore E=3\times 10^{14}\hspace{1mm}NC^{-1}

7. 104N/C10^{4}N/C তড়িৎ ক্ষেত্রে একটি ইলেক্ট্রনের উপর বল কত ?

9.1×1034N9.1 \times 10^{-34}N

1.6×1023N1.6 \times 10^{-23}N

1.6×1019N1.6 \times 10^{-19}N

1.6×1015N1.6 \times 10^{-15}N

সঠিক উত্তর

1.6×1015N1.6 \times 10^{-15}N

বিস্তারিত

F=qE=1.6×1019×104=1.6×1015NF=qE\newline=1.6 \times 10^{-19} \times 10^{4}=1.6 \times 10^{-15} N

8. 0.50 m ব্যাসার্ধের একটি গোলকে 20C চার্জ দেওয়া আছে। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান-

00

3.6×10113.6 \times 10^{11}

2.81×10112.81 \times 10^{11}

কোনোটিইনয়কোনোটিই\hspace{1mm} নয়

সঠিক উত্তর

00

বিস্তারিত

গোলকের অভ্যন্তরে যেকোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য শূন্য । তাই গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান শূন্য ।

9. একটি আহিত ধারকে শক্তি সঞ্চিত থাকে-

ধনাত্মক প্লেটে

ঋণাত্মক ও ধনাত্মক প্লেটে

প্লেটের মধ্যবর্তী তড়িৎক্ষেত্রে

প্লেট দুটির প্রান্তের চারপাশে

সঠিক উত্তর

প্লেটের মধ্যবর্তী তড়িৎক্ষেত্রে

বিস্তারিত

একটি আহিত ধারকের শক্তি পাত দুটির মাঝখানে সঞ্চিত থাকে ।

10. এক কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে ?

একটি ইলেকট্রনের

6.25×10186.25 \times 10^{18} টি ইলেকট্রনের

1.6×10191.6 \times 10^{19} টি ইলেকট্রনের

6.25×10196.25 \times 10^{-19} টি ইলেকট্রনের

সঠিক উত্তর

6.25×10186.25 \times 10^{18} টি ইলেকট্রনের

বিস্তারিত

96500C=6.023×10231C=6.023×102396500=6.25×101896500C=6.023 \times 10^{23}\newline \therefore 1C=\dfrac{6.023 \times 10^{23}}{96500} = 6.25 \times 10^{18} টি ইলেকট্রনের

11. নিচের কোন সমীকরণটি বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে?

F=qEF = qE

V=14πϵrqrV = \frac{1}{4\pi \epsilon_\circ r}\: \frac{q}{r}

E=V/dE = V/d

V=w/qV = w/q

সঠিক উত্তর

E=V/dE = V/d

বিস্তারিত

বিভব পার্থক্য এবং প্রাবল্যের মধ্যকার সম্পর্ক,
E=VAVBd=VdE = \frac{V_A - V_B}{d} = \frac{V}{d}

12. 12V12\hspace{1mm}V ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে 2.5C2.5\hspace{1mm}C চার্জ স্থানান্তরের জন্য সম্পন্ন কাজের পরিমাণ-

30J30\:J

25J25\:J

12J12\:J

কোনটিই না

সঠিক উত্তর

30J30\:J

বিস্তারিত

W=V×QW = V\times Q
W=(12×2.5)\Rightarrow W = (12 \times 2.5)
W=30J\therefore W = 30\:J

13. আধান ও বিভব এর গুণফলের একক কী?

জুল

ভোল্ট

ফ্যারাড

হেনরি

সঠিক উত্তর

জুল

বিস্তারিত

W=VQW = VQ

14. তড়িৎ প্রাবল্যের একক কি?

NmNm

JCJC

NC1NC^{-1}

VV

সঠিক উত্তর

NC1NC^{-1}

15. শূন্যস্থানের ভেদ্যতা কত?

8.845×1012C2N1m28.845\times 10^{-12} \: C^{2}N^{-1}m^{-2}

8.854×1016C2N1m28.854 \times 10^{-16} \: C^{2}N^{-1}m^{-2}

8.854×1010C2N1m18.854 \times 10^{-10} \: C^{2}N^{-1}m^{-1}

8.854×108C2N1m18.854 \times 10^{-8} \: C^{2}N^{-1}m^{-1}

সঠিক উত্তর

8.845×1012C2N1m28.845\times 10^{-12} \: C^{2}N^{-1}m^{-2}

16. একটি নির্দিষ্ট ধারকের সঞ্চিত শক্তি 1616 গুণ বৃদ্ধি করতে হলে আধান কতগুণ বৃদ্ধি করতে হবে?

00

22

44

88

সঠিক উত্তর

44

বিস্তারিত

U=12Q2CU = \frac{1}{2} \: \frac{Q^{2}}{C} ,
Q4\therefore Q\: 4 গুণ বৃদ্ধি করতে হবে।

17. পৃথিবীর বিভব পার্থক্য কত?

অসীম

সসীম

শূন্য

কোনোটিই নয়

সঠিক উত্তর

শূন্য

18. নিউট্রনের চার্জ -

ধনাত্মক

ঋণাত্মক

নিরপেক্ষ

কোনটিই নয়

সঠিক উত্তর

নিরপেক্ষ

19. ভেদনযোগ্যতার একক-

কুলম্ব2^{2}/নিউটন-মিটার2^{2}

ফ্যারাড/মিটার2^{2}

কুলম্ব/নিউটন

ফ্যারাড/মিটার2^{2}

সঠিক উত্তর

কুলম্ব2^{2}/নিউটন-মিটার2^{2}

20. পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান-

8080

8.08.0

8.88.8

0.80.8

সঠিক উত্তর

8080

21. ইলেকট্রন ভোল্ট (eV) কিসের একক ?

আধান

তীব্রতা

কাজ

প্রবাহ

সঠিক উত্তর

কাজ

22. একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 1m21\hspace{1mm} m^2 এবং এর মাঝে 1mm1\hspace{1mm} mm পুরু বায়ুর স্তর থাকলে এর ধারকত্ব হবে -

8.854×1010F8.854 \times 10^{-10}F

8.854×1012F8.854 \times 10^{-12}F

4.854×109F4.854 \times 10^{-9}F

4.854×1012F4.854 \times 10^{-12}F

সঠিক উত্তর

4.854×109F4.854 \times 10^{-9}F

বিস্তারিত

C=ϵ0Ad=8.854×1012×1103=8.854×109FC = \frac{\epsilon_0 A}{d} = \frac{8.854 \times 10^{-12} \times 1}{10^{-3}}\newline =8.854 \times 10^{-9}\hspace{1mm}F

23. 2 m ব্যাসের একটি গোলাকৃতি পরিবাহীর পৃষ্ঠে 3×109C3 \times 10^{-9} C চার্জ দেয়া হলো। গোলকের কেন্দ্র থেকে 0.80 m দূরে কোন বিন্দুর বিভব ও প্রাবল্য হবে -

20 V ও 20 N/C

27 V ও 27 N/C

27 V ও 0 N/C

0 V ও 0 N/C

সঠিক উত্তর

27 V ও 0 N/C

বিস্তারিত

[কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যেকোন বিন্দুর প্রাবল্যের মান শূন্য । বৃত্তের কেন্দ্র হতে পৃষ্ঠ পর্যন্ত যেকোন বিন্দুর বিভব, পৃষ্ঠের বিভবের সমান ।]
\therefore বৃত্তের কেন্দ্র থেকে 0.80 m দূরে,
V=14πϵ0qr=9×109×3×1091=27VoltV=\frac{1}{4 \pi \epsilon_0 }\frac {q}{r} = 9 \times 10 ^9 \times \frac {3 \times 10 ^ 9 }{1} = 27\hspace{1mm} Volt

24. একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 5C, 10C, 20C আধান স্থাপিত । চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব শুন্য হবে ?

-5C

-10C

+5C

+10C

সঠিক উত্তর

+5C

বিস্তারিত

[কেন্দ্রে বিভব শূন্য]
\therefore চতুর্থ কৌণিক বিন্দুতে চার্জ, q4q_4
=(q1+q2+q3)= -(q_1 + q_2 + q_3)
=(5+1020)=+5C = -(5 + 10 - 20) = +5C

25. কোনো স্থানে ভূ-পৃষ্ঠের নিকটে উর্ধ্বমুখি তড়িৎ প্রাবল্যের মান 4.5×105NC14.5 \times 10^{5} NC^{-1}। ঐ স্থানে 1 g ভরের একটি বস্তুকে শূন্য স্থির রাখতে হলে এর আধান কত C হতে হবে ?

2×1072 \times 10^{-7}

2×1062 \times 10^{-6}

2×1082 \times 10^{-8}

4×1074 \times 10^{-7}

সঠিক উত্তর

2×1082 \times 10^{-8}

বিস্তারিত

F=qE=mgF = qE = mg
q=mgE=1×103×9.84.9×105C=2×108C\therefore q = \frac{mg}{E} = \frac{1 \times10^{-3} \times 9.8}{4.9 \times 10^{5}} C= 2 \times 10^{-8}C

26. '40W - 200V' লেখা রয়েছে একটি বৈদুতিক বাল্বে । বাল্বটির রোধ কত ?

100Ω100 \Omega

2000Ω2000 \Omega

300Ω300 \Omega

1000Ω1000 \Omega

সঠিক উত্তর

1000Ω1000 \Omega

বিস্তারিত

R=V2P=(200)240=1000ΩR = \frac{V ^ 2}{P} = \frac{(200) ^ 2}{40} = 1000 \Omega

27. একটি তামার দৈর্ঘ্য 2 m ও ব্যাস 5 mm । যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস অর্ধেক করা হয় তবে তারটির আপেক্ষিক রোধের কী পরিবর্তন হবে ?

আপেক্ষিক রোধ অর্ধেক হবে

আপেক্ষিক রোধ একই থাকবে

আপেক্ষিক রোধ দ্বিগুণ হবে

আপেক্ষিক রোধ চারগুণ হবে

সঠিক উত্তর

আপেক্ষিক রোধ একই থাকবে

বিস্তারিত

আপেক্ষিক রোধ তারের দৈর্ঘ্য ও প্রস্থের উপর নির্ভর করে না কিন্তু উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে ।

28. কোনটি সত্য ?

V=IRV = \frac{I}{R}

V=QCV = \frac{Q}{C}

P=V2RP = \frac{V^2}{R}

সবগুলোই

সঠিক উত্তর

P=V2RP = \frac{V^2}{R}

29. 100W এবং 220V লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘণ্টা জ্বলে । 1 KWh এর মূল্য 3.00 টাকা হলে এর জন্য জুলাই মাসে বৈদ্যুতিক বিল কত আসবে ?

200 Tk

155 Tk

150 Tk

93 Tk

সঠিক উত্তর

93 Tk

বিস্তারিত

W=Pt1000×3=100×31×101000×3=93W = \frac{P t}{1000} \times 3 = \frac{100 \times31 \times 10}{1000} \times3\newline = 93 Tk

30. শ্রেণি ও সমান্তরাল সমবায়ে দুটি রোধের তুল্য রোধ যথাক্রমে 25Ω25 \Omega 4Ω4 \Omega । রোধ দুটির মান কত ?

12Ω&11Ω12\hspace{1mm} \Omega\hspace{1mm} \&\hspace{1mm} 11\hspace{1mm} \Omega

20Ω&5Ω20\hspace{1mm} \Omega\hspace{1mm} \&\hspace{1mm} 5\hspace{1mm} \Omega

10Ω&15Ω10\hspace{1mm} \Omega\hspace{1mm} \&\hspace{1mm} 15\hspace{1mm} \Omega

22Ω&3Ω22\hspace{1mm} \Omega\hspace{1mm} \&\hspace{1mm} 3\hspace{1mm} \Omega

সঠিক উত্তর

20Ω&5Ω20\hspace{1mm} \Omega\hspace{1mm} \&\hspace{1mm} 5\hspace{1mm} \Omega

বিস্তারিত

অর্থাৎ, (201+51)1=4(20 ^{-1 } + 5^{-1})^{-1} = 4
যা সমান্তরাল তুল্যরোধ ।
আবার , (20+5)=25(20 + 5) = 25 যা শ্রেণি তুল্যরোধ ।

31. কোনো কারখানায় সব বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্য মোট 22kW22kW ক্ষমতার প্রয়োজন। 220V220V লাইনের মূল লাইনে অন্তত কত প্রবাহ বহনক্ষম তার লাগাতে হবে?

10A10 A

100A100 A

22A22 A

48.4A48.4 A

সঠিক উত্তর

100A100 A

বিস্তারিত

P=VIP = VI

I=PV\Rightarrow I=\frac{P}{V}

=22000220=100A= \frac{22000}{220} = 100 A

32. একটি হুইটস্টোন ব্রীজের চারটি বাহুতে যথাক্রমে 6,18,106,18,10 এবং 2020 ওহমের রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ শ্রেণি সমবায়ে যুক্ত করলে ব্রীজটি সাম্যাবস্থা প্রাপ্ত হবে?

20Ω20 \Omega

30Ω30 \Omega

10Ω10 \Omega

40Ω40 \Omega

সঠিক উত্তর

10Ω10 \Omega

বিস্তারিত

618=10S\frac{6}{18} = \frac{10}{S}
S=30Ω\therefore S = 30\Omega

এক্ষেত্রে,S>20এক্ষেত্রে, S>20
S=(3020)=10ΩS^{\prime} = (30-20) = 10\Omega

33. 9Ω9\hspace{1mm}\Omega রোধের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে টেনে তিনগুণ লম্বা করা হলো। এই অবস্থায় তারটির রোধ-

9Ω9\hspace{1mm}\Omega

27Ω27\hspace{1mm}\Omega

81Ω81\hspace{1mm}\Omega

243Ω243\hspace{1mm}\Omega

সঠিক উত্তর

81Ω81\hspace{1mm}\Omega

বিস্তারিত

R=n2RR^{\prime} = n^{2}R
=32×9=81Ω= 3^{2} \times 9 = 81\hspace{1mm}\Omega

34. তিনটি ভিন্ন মানের রোধ R1,R2,R3R_{1} ,R_{2},R_{3} সমান্তরালে সংযুক্ত হলে-

প্রত্যেকের দু’প্রান্তের বিভব পার্থক্য সমান

মোট রোধ, R=R1+R2+R3R = R_{1} + R_{2} + R_{3}

প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার মান সমান

মোট রোধ, R=(R1+R2R3)1R = (R_{1} + R_{2} R_{3})^{-1}

সঠিক উত্তর

প্রত্যেকের দু’প্রান্তের বিভব পার্থক্য সমান

বিস্তারিত

কতগুলো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রত্যেকটির দুই প্রান্তের বিভব পার্থক্য (V)(V) সমান এবং শ্রেণি সমবায়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহ (I)(I) সমান।

35. নিচের কোন বাক্যটি সঠিক?

তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহীর রোধ বাড়ে ও পরিবাহীর রোধ কমে

তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহী ও পরিবাহীর রোধ বাড়ে

তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহীর রোধ কমে ও পরিবাহীর রোধ বাড়ে

তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহী ও পরিবাহীর রোধ কমে

সঠিক উত্তর

তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহীর রোধ কমে ও পরিবাহীর রোধ বাড়ে

36. 100Ω100\hspace{1mm}\Omega রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত শান্ট যুক্ত করলে মূল প্রবাহের শতকরা 9999 ভাগ শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত হবে?

10.1Ω10.1\hspace{1mm}\Omega

1.01Ω1.01\hspace{1mm}\Omega

1.09Ω1.09\hspace{1mm}\Omega

10.01Ω10.01\hspace{1mm}\Omega

সঠিক উত্তর

1.01Ω1.01\hspace{1mm}\Omega

বিস্তারিত

Is=GIG+SI_{s} = \frac{GI}{G+S}

(100+S)99=100×100\Rightarrow (100+S)99 = 100 \times 100

S=1.01Ω\Rightarrow S = 1.01\hspace{1mm}\Omega

37. একটি কোষের তড়িচ্চালক শক্তি 1.5V1.5V এবং অভ্যন্তরীণ রোধ 2V2V। এর প্রান্তদ্বয় 10V10V রোধের তার দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে?

0.125A0.125\hspace{1mm} A

0.251A 0.251\hspace{1mm} A

0.521A 0.521\hspace{1mm} A

0.25A 0.25\hspace{1mm} A

সঠিক উত্তর

0.125A0.125\hspace{1mm} A

বিস্তারিত

I=ER+rI = \frac{E}{R+r}

=1.510+2=0.125A= \frac{1.5}{10+2} = 0.125\hspace{1mm} A

38. 2m2\hspace{1mm} m লম্বা এবং 5mm25\hspace{1mm} mm^{2} প্রস্থচ্ছেদবিশিষ্ট তামার তারে তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধের পরিবর্তন-

ধনাত্নক এবং তাপমাত্রার সমানুপাতিক

ঋনাত্নক এবং তাপমাত্রার সমানুপাতিক

ধনাত্নক এবং তাপমাত্রার ব্যস্তানুপাতিক

ঋনাত্নক এবং তাপমাত্রার ব্যস্তানুপাতিক

সঠিক উত্তর

ধনাত্নক এবং তাপমাত্রার সমানুপাতিক

বিস্তারিত

ধনাত্নক এবং তামার তারের রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়।

39. 220V60W220\hspace{1mm} V-60\hspace{1mm} W এর বাল্বে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয়িত হয়?

60J60\hspace{1mm} J

220J220\hspace{1mm} J

13200J13200\hspace{1mm} J

14200J14200\hspace{1mm} J

সঠিক উত্তর

60J60\hspace{1mm} J

বিস্তারিত

W=PtW = Pt
=60×1=60J= 60\times1 = 60\hspace{1mm}J

40. নিম্নের কোন ক্ষেত্রে কোনো পরিবাহীর রোধের মান অপরিবর্তিত থাকবে?

দৈর্ঘ্য ও ব্যাসার্ধ উভয়েই দ্বিগুণ করা হলে

দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়েই দ্বিগুণ করা হলে

কেবল দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে

প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস করা হলে

সঠিক উত্তর

দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়েই দ্বিগুণ করা হলে

41. একটি রাবার দণ্ডের দুই প্রান্তের সাথে 10Ω10\Omega রোধ যুক্ত করা হলে, তুল্য রোধ হবে-

0Ω0 \Omega

10Ω10 \Omega

5Ω5 \Omega

অসীম

সঠিক উত্তর

অসীম

বিস্তারিত

রাবার অপরিবাহী হওয়ায় এর রোধ অসীম হবে ।

42. একটি বাড়ির মেইন মিটারে 15 amp – 220 volt চিহ্নিত করা আছে। কতটি 100 ওয়াটের বাতি ঐ বাড়িতে নিরাপদে ব্যবহার করা যাবে?

15 টি

33 টি

6 টি

14 টি

সঠিক উত্তর

33 টি

বিস্তারিত

n=15×220100=33n = \frac{15\times 220}{100} = 33 টি

43. 40 W ও 60 W এর দুটি বাতিকে শ্রেণি সমবায়ে সাজানো হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে?

40 W

60 W

দুইটির উজ্জল্য সমান

সাপ্লাইয়ের ভোল্টেজের উপর নির্ভর করবে

সঠিক উত্তর

40 W

বিস্তারিত

শ্রেণি সমবায়ে কয়েকটি বাতি রাখলে, যার পাওয়ার কম সেটি বেশি আলোকিত হবে।

44. একটি পরিবাহীর রোধ 25Ω25\hspace{1mm} \Omega । এর মধ্য দিয়ে 1 A বিদ্যুৎ 5 মিনিট প্রবাহিত হলে কত ক্যালরি তাপ উৎপন্ন হয়?

450 cal

900 cal

1800 cal

2700 cal

সঠিক উত্তর

1800 cal

বিস্তারিত

H=I2Rt=12×25××5×60=7500J=7500×0.24cal=7500×24100cal=1800calH = I^2Rt = 1^2 \times 25 \times \times 5 \times 60 = 7500\hspace{1mm}J = 7500 \times 0.24\hspace{1mm} cal = \frac{7500 \times 24}{100}\hspace{1mm}cal = 1800\hspace{1mm} cal

45. রোধ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না?

উপাদান

দৈর্ঘ্য

তড়িৎ প্রবাহ

প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল

সঠিক উত্তর

তড়িৎ প্রবাহ

46. যদি 5A তড়িৎ 3 ঘণ্টা ধরে একটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে ঐ বাতির মধ্য দিয়ে প্রবাহিত চার্জের মান-

3.6×104C3.6\hspace{1mm} \times 10^4 C

5.4×104C5.4\hspace{1mm} \times 10^4 C

1.4×103C1.4\hspace{1mm} \times 10^3 C

3.6×106C3.6\hspace{1mm} \times 10^6 C

সঠিক উত্তর

5.4×104C5.4\hspace{1mm} \times 10^4 C

বিস্তারিত

Q=It=(5×3×3600)C=5.4×104CQ = It = ( 5 \times 3 \times 3600 )C = 5.4 \times 10^4 C

47. P,Q,R,TP, Q, R, T বস্তুসমূহের রোধকত্ব যথাক্রমে 1.0×108Ωm1.0 \times 10^{-8}\hspace{1mm} \Omega m , 2.0×108Ωm2.0 \times 10^{-8}\hspace{1mm} \Omega m, 3.0×108Ωm3.0\hspace{1mm} \times 10^{-8}\hspace{1mm} \Omega m, 4.0×108Ωm4.0 \times 10^{-8}\hspace{1mm} \Omega m এবং 5.0×108Ωm5.0 \times 10^{-8}\hspace{1mm} \Omega m। এদের মধ্যে কোনটি সবচেয়ে ভালো পরিবাহক?

P

Q

R

S

সঠিক উত্তর

P

48. একই রোধের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:4 হলে এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে?

4 : 1

2 : 1

1 : 1

1 : 2

সঠিক উত্তর

1 : 2

বিস্তারিত

R1=ρL1πr12;R2=ρL2πr22;R1=R2L1r12=L2r22r1:r2=1:2R_1 = \frac {\rho L_1}{\pi r^2_1} ; R_2 = \frac {\rho L_2}{\pi r^2_2} ; R_1 = R_2 \Rightarrow \frac{L_1}{r^2_1} = \frac{L_2}{r^2_2} \Rightarrow r_1 : r_2 = 1 : 2