Practice Sheet
পদার্থবিজ্ঞান
স্থিরতড়িৎ, চলতড়িৎ
1. একটি বিন্দু চার্জ হতে 2m দুরত্বে তড়িৎক্ষেত্রের প্রাবল্যের মান E হলে, 1m দূরত্বে তড়িৎক্ষেত্রের প্রাবল্যের মান কত?
2. , , এবং ধারকত্ব বিশিষ্ট তিনটি ধারকের শ্রেণি সমবায়ে সংযোগ দেওয়া হল । এদের সমতুল্য ধারকত্ব হবে-
3. একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে এটির পাত দুইটির মধ্যে বিভব পার্থক্য হয় V। ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত হবে?
4. একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হয়?
শক্তি দ্বিগুণ হয়
শক্তির কোন পরিবর্তন হয় না
শক্তি অর্ধেক হয়
শক্তি চারগুণ বৃদ্ধি পায়
শক্তি অর্ধেক হয়
5. তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে । এদের দ্বিতীয় ও তৃতীয়টিকে শ্রেণিবদ্ধভাবে সাজিয়ে প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত করা হলে তুল্য ধারকত্ব কত?
6. দুটি চার্জ যথাক্রমে -60C এবং +60C পরস্পর থেকে 0.12m দূরত্বে অবস্থিত । চার্জ দুটির সংযোজন রেখার ঠিক মধ্যস্থলে প্রাবল্য হবে-
7. তড়িৎ ক্ষেত্রে একটি ইলেক্ট্রনের উপর বল কত ?
8. 0.50 m ব্যাসার্ধের একটি গোলকে 20C চার্জ দেওয়া আছে। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান-
গোলকের অভ্যন্তরে যেকোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য শূন্য । তাই গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান শূন্য ।
9. একটি আহিত ধারকে শক্তি সঞ্চিত থাকে-
ধনাত্মক প্লেটে
ঋণাত্মক ও ধনাত্মক প্লেটে
প্লেটের মধ্যবর্তী তড়িৎক্ষেত্রে
প্লেট দুটির প্রান্তের চারপাশে
প্লেটের মধ্যবর্তী তড়িৎক্ষেত্রে
একটি আহিত ধারকের শক্তি পাত দুটির মাঝখানে সঞ্চিত থাকে ।
10. এক কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে ?
একটি ইলেকট্রনের
টি ইলেকট্রনের
টি ইলেকট্রনের
টি ইলেকট্রনের
টি ইলেকট্রনের
টি ইলেকট্রনের
11. নিচের কোন সমীকরণটি বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে?
বিভব পার্থক্য এবং প্রাবল্যের মধ্যকার সম্পর্ক,
12. ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে চার্জ স্থানান্তরের জন্য সম্পন্ন কাজের পরিমাণ-
কোনটিই না
13. আধান ও বিভব এর গুণফলের একক কী?
জুল
ভোল্ট
ফ্যারাড
হেনরি
জুল
14. তড়িৎ প্রাবল্যের একক কি?
15. শূন্যস্থানের ভেদ্যতা কত?
16. একটি নির্দিষ্ট ধারকের সঞ্চিত শক্তি গুণ বৃদ্ধি করতে হলে আধান কতগুণ বৃদ্ধি করতে হবে?
,
গুণ বৃদ্ধি করতে হবে।
17. পৃথিবীর বিভব পার্থক্য কত?
অসীম
সসীম
শূন্য
কোনোটিই নয়
শূন্য
18. নিউট্রনের চার্জ -
ধনাত্মক
ঋণাত্মক
নিরপেক্ষ
কোনটিই নয়
নিরপেক্ষ
19. ভেদনযোগ্যতার একক-
কুলম্ব/নিউটন-মিটার
ফ্যারাড/মিটার
কুলম্ব/নিউটন
ফ্যারাড/মিটার
কুলম্ব/নিউটন-মিটার
20. পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান-
21. ইলেকট্রন ভোল্ট (eV) কিসের একক ?
আধান
তীব্রতা
কাজ
প্রবাহ
কাজ
22. একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল এবং এর মাঝে পুরু বায়ুর স্তর থাকলে এর ধারকত্ব হবে -
23. 2 m ব্যাসের একটি গোলাকৃতি পরিবাহীর পৃষ্ঠে চার্জ দেয়া হলো। গোলকের কেন্দ্র থেকে 0.80 m দূরে কোন বিন্দুর বিভব ও প্রাবল্য হবে -
20 V ও 20 N/C
27 V ও 27 N/C
27 V ও 0 N/C
0 V ও 0 N/C
27 V ও 0 N/C
[কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যেকোন বিন্দুর প্রাবল্যের মান শূন্য । বৃত্তের কেন্দ্র হতে পৃষ্ঠ পর্যন্ত যেকোন বিন্দুর বিভব, পৃষ্ঠের বিভবের সমান ।]
বৃত্তের কেন্দ্র থেকে 0.80 m দূরে,
24. একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 5C, 10C, 20C আধান স্থাপিত । চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব শুন্য হবে ?
-5C
-10C
+5C
+10C
+5C
[কেন্দ্রে বিভব শূন্য]
চতুর্থ কৌণিক বিন্দুতে চার্জ,
25. কোনো স্থানে ভূ-পৃষ্ঠের নিকটে উর্ধ্বমুখি তড়িৎ প্রাবল্যের মান । ঐ স্থানে 1 g ভরের একটি বস্তুকে শূন্য স্থির রাখতে হলে এর আধান কত C হতে হবে ?
26. '40W - 200V' লেখা রয়েছে একটি বৈদুতিক বাল্বে । বাল্বটির রোধ কত ?
27. একটি তামার দৈর্ঘ্য 2 m ও ব্যাস 5 mm । যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস অর্ধেক করা হয় তবে তারটির আপেক্ষিক রোধের কী পরিবর্তন হবে ?
আপেক্ষিক রোধ অর্ধেক হবে
আপেক্ষিক রোধ একই থাকবে
আপেক্ষিক রোধ দ্বিগুণ হবে
আপেক্ষিক রোধ চারগুণ হবে
আপেক্ষিক রোধ একই থাকবে
আপেক্ষিক রোধ তারের দৈর্ঘ্য ও প্রস্থের উপর নির্ভর করে না কিন্তু উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে ।
28. কোনটি সত্য ?
সবগুলোই
29. 100W এবং 220V লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘণ্টা জ্বলে । 1 KWh এর মূল্য 3.00 টাকা হলে এর জন্য জুলাই মাসে বৈদ্যুতিক বিল কত আসবে ?
200 Tk
155 Tk
150 Tk
93 Tk
93 Tk
Tk
30. শ্রেণি ও সমান্তরাল সমবায়ে দুটি রোধের তুল্য রোধ যথাক্রমে ও । রোধ দুটির মান কত ?
অর্থাৎ,
যা সমান্তরাল তুল্যরোধ ।
আবার , যা শ্রেণি তুল্যরোধ ।
31. কোনো কারখানায় সব বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্য মোট ক্ষমতার প্রয়োজন। লাইনের মূল লাইনে অন্তত কত প্রবাহ বহনক্ষম তার লাগাতে হবে?
32. একটি হুইটস্টোন ব্রীজের চারটি বাহুতে যথাক্রমে এবং ওহমের রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ শ্রেণি সমবায়ে যুক্ত করলে ব্রীজটি সাম্যাবস্থা প্রাপ্ত হবে?
33. রোধের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে টেনে তিনগুণ লম্বা করা হলো। এই অবস্থায় তারটির রোধ-
34. তিনটি ভিন্ন মানের রোধ সমান্তরালে সংযুক্ত হলে-
প্রত্যেকের দু’প্রান্তের বিভব পার্থক্য সমান
মোট রোধ,
প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার মান সমান
মোট রোধ,
প্রত্যেকের দু’প্রান্তের বিভব পার্থক্য সমান
কতগুলো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রত্যেকটির দুই প্রান্তের বিভব পার্থক্য সমান এবং শ্রেণি সমবায়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহ সমান।
35. নিচের কোন বাক্যটি সঠিক?
তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহীর রোধ বাড়ে ও পরিবাহীর রোধ কমে
তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহী ও পরিবাহীর রোধ বাড়ে
তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহীর রোধ কমে ও পরিবাহীর রোধ বাড়ে
তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহী ও পরিবাহীর রোধ কমে
তাপ প্রয়োগের ফলে অর্ধপরিবাহীর রোধ কমে ও পরিবাহীর রোধ বাড়ে
36. রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত শান্ট যুক্ত করলে মূল প্রবাহের শতকরা ভাগ শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত হবে?
37. একটি কোষের তড়িচ্চালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধ । এর প্রান্তদ্বয় রোধের তার দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে?
38. লম্বা এবং প্রস্থচ্ছেদবিশিষ্ট তামার তারে তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধের পরিবর্তন-
ধনাত্নক এবং তাপমাত্রার সমানুপাতিক
ঋনাত্নক এবং তাপমাত্রার সমানুপাতিক
ধনাত্নক এবং তাপমাত্রার ব্যস্তানুপাতিক
ঋনাত্নক এবং তাপমাত্রার ব্যস্তানুপাতিক
ধনাত্নক এবং তাপমাত্রার সমানুপাতিক
ধনাত্নক এবং তামার তারের রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়।
39. এর বাল্বে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয়িত হয়?
40. নিম্নের কোন ক্ষেত্রে কোনো পরিবাহীর রোধের মান অপরিবর্তিত থাকবে?
দৈর্ঘ্য ও ব্যাসার্ধ উভয়েই দ্বিগুণ করা হলে
দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়েই দ্বিগুণ করা হলে
কেবল দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস করা হলে
দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়েই দ্বিগুণ করা হলে
41. একটি রাবার দণ্ডের দুই প্রান্তের সাথে রোধ যুক্ত করা হলে, তুল্য রোধ হবে-
অসীম
অসীম
রাবার অপরিবাহী হওয়ায় এর রোধ অসীম হবে ।
42. একটি বাড়ির মেইন মিটারে 15 amp – 220 volt চিহ্নিত করা আছে। কতটি 100 ওয়াটের বাতি ঐ বাড়িতে নিরাপদে ব্যবহার করা যাবে?
15 টি
33 টি
6 টি
14 টি
33 টি
টি
43. 40 W ও 60 W এর দুটি বাতিকে শ্রেণি সমবায়ে সাজানো হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে?
40 W
60 W
দুইটির উজ্জল্য সমান
সাপ্লাইয়ের ভোল্টেজের উপর নির্ভর করবে
40 W
শ্রেণি সমবায়ে কয়েকটি বাতি রাখলে, যার পাওয়ার কম সেটি বেশি আলোকিত হবে।
44. একটি পরিবাহীর রোধ । এর মধ্য দিয়ে 1 A বিদ্যুৎ 5 মিনিট প্রবাহিত হলে কত ক্যালরি তাপ উৎপন্ন হয়?
450 cal
900 cal
1800 cal
2700 cal
1800 cal
45. রোধ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না?
উপাদান
দৈর্ঘ্য
তড়িৎ প্রবাহ
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
তড়িৎ প্রবাহ
46. যদি 5A তড়িৎ 3 ঘণ্টা ধরে একটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে ঐ বাতির মধ্য দিয়ে প্রবাহিত চার্জের মান-
47. বস্তুসমূহের রোধকত্ব যথাক্রমে , , , এবং এদের মধ্যে কোনটি সবচেয়ে ভালো পরিবাহক?
P
Q
R
S
P
48. একই রোধের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:4 হলে এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে?
4 : 1
2 : 1
1 : 1
1 : 2
1 : 2