Practice Sheet
পদার্থবিজ্ঞান
মহাকর্ষ ও অভিকর্ষ
1. r দুরত্বে রাখা দুটি ক্ষুদ্র কণার মধ্যে পরষ্পর মধ্যাকর্ষীয় আকর্ষন বল F, কণা দুইটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হলে এখন তাদের মধ্যে পরষ্পর আকর্ষন বল কত?
মহাবিশ্বের যে কোন দুটি বস্তুকণা পরষ্পরকে আকর্ষন করে।
আকর্ষন বল, ।
মহাকর্ষীয় ধ্রুবক মাধ্যমের উপর নির্ভর করে না। আকর্ষন বল পরিবর্তিত হয় না।
2. দোলক ঘড়ি খনির ভিতরে নিলে বা পাহাড়ের উপর নিলে-
দোলক দ্রুত চলবে
কোন পরিবর্তন হবে না
ধীরে চলবে
কোনটিই নয়
ধীরে চলবে
খনিতে বা পাহাড়ে গেলে g কমে তাই T বাড়ে।
3. কোনটির কারনে অভিকর্ষজ ত্বরণ g- এর কোন পরিবর্তন ঘটে না?
উচ্চতার ক্রিয়া
অক্ষাংশ ক্রিয়া
পৃথিবীর ঘূর্ণ্ন ক্রিয়া
দ্রাঘিমাংশ ক্রিয়া
দ্রাঘিমাংশ ক্রিয়া
g এর মানের তারতম্য নিন্মোক্ত ৩টি কারণে হয়- ১. উচ্চতার ক্রিয়া; ২. অক্ষাংশের ক্রিয়া বা পৃথিবীর আকৃতির জন্য; ৩. পৃথিবীর ঘূর্ণন বা আহ্নিক গতির জন্য।
4. মেরুতে কোনো বস্তুর ওজন W। পৃথিবীর ঘূর্ণনবেগ দ্বিগুন হলে, ঐ বস্তুর ওজন, W—
মেরু অঞ্চলে,
অর্থাৎ,
অর্থাৎ, মেরু অঞ্চলে, বা বলা যায় এই অঞ্চলে ঘূর্ণনের কোনো প্রভাব নেই।
5. পৃথিবীর ব্যাসার্ধ 6400 km. 500 kg ভরের একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় কর?
কোনটিই নয়
মুক্তিবেগে বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়।
6. ভূপৃষ্ট হতে ও দুটি বস্তুকে ও মুক্তিবেগে মহাশূন্যে প্রেরণ করা হল। যদি হয় তবে–
7. কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশী হলে বস্তুটি-
উপগ্রহে পরিনত হবে
পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে
পৃথিবীতে ফিরে আসবে
অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে
পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে
উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশী হলে, বস্তুটি পরাবৃত্তাকার পথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে যায়।
8. 0.1 kg এবং 0.2 kg ভরের দুটি বস্তু 1 m দূরে অবস্থিত। বস্তু দুটি একে অপরকে কত বলে আকর্ষন করবে?
মহাকর্ষ বল,
9. একটি কৃত্রিম উপগ্রহ 7000km ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিন করছে, উপগ্রহটির পর্যায়কাল 2h হলে কেন্দ্রমুখী ত্বরণ কত?
10. ধরা যাক, অভিকর্ষজ ত্বরণের মান । ভূ-পৃষ্ট হতে 5 m উপর থেকে একটি বস্তুকে নিচে পড়তে দিলে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত ?
5
9.8
10
15
10
বি.দ্র: ভূমি স্পর্শ মুহূর্তের বেগ চাইলেই,
11. কেপলারের তৃতীয় সূত্রের অপর নাম কি?
কক্ষের সূত্র
ক্ষেত্রফলের সূত্র
আবর্তনকালের সূত্র
গতি সূত্র
আবর্তনকালের সূত্র
কেপলারের ১ম সূত্র কক্ষপথের সূত্র
কেপলারের ২য় সূত্র ক্ষেত্রফলের সূত্র
কেপলারের ৩য় সূত্র আবর্তনকালের সূত্র, যেখানে
12. মুক্তভাবে পড়ন্ত বস্তুর 1s, 2s এবং 3s এ অতিক্রান্ত দুরত্বের অনুপাত কত?
1 : 2 : 3
1 : 4 : 9
1 : 3 : 9
1 : 3 : 5
1 : 4 : 9
13. দুইটি কণার মধ্য মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুন, অন্য কণার ভর তিনগুন করা হয় এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব দ্বিগুন করা হয়?
পূর্বের সমান থাকবে
পূর্বের তিনগুন হবে
পূর্বের দ্বিগুন হবে
পূর্বের দেড়গুন হবে
পূর্বের দেড়গুন হবে
14. একটি 7.0 kg ভরের বস্তু একটি লিফটের মেঝের উপর স্থির অবস্থায় আছে। লিফটের উর্ধ্বগামী ত্বরন হলে বস্তুর উপর মেঝে বল কত?
68.6 N
54.6 N
82.6 N
0.0 N
82.6 N
15. বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
একই হবে
অক্ষাংশে সর্বোচ্চ
বৃদ্ধি পায়
; বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি বলে g এর মান কম এবং মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম বলে g এর মান বেশী হবে।
16. একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুন। ভূ-পৃষ্ঠে
হলে , ঐ গ্রহের পৃষ্ঠে g এর মান কত?
17. নিচের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের একক নির্দেশ করে?
18. একটি গ্রহের ব্যাস এবং ভর । উক্ত গ্রহে মুক্তিবেগ কত?
19. দুটি গ্রহের ঘনত্ব, সুষম এবং সমান, কিন্তু প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুন। প্রথম গ্রহের উপরিভাগের এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগের ‘g’ এর অনুপাত হলো :
2 : 1
1 : 2
4 : 1
8 : 1
2 : 1
অভিকর্ষীয় ত্বরণ, ; গ্রহ দুটির ঘনত্ব সুষম।
20. একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুন। উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 8 গুন। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত গুন?
গুন
গুন
গুন
গুন
গুন
গ্রহের মুক্তি বেগ,