loading-spinner

Practice Sheet

পদার্থবিজ্ঞান

ভেক্টর, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস

1. অবস্থান ভেক্টর r=3xi^+2yj^+4zk^\vec{r}=3 x \hat{i}+2 y \hat{j}+4 z \hat{k} এর ডাইভারজেন্স কত?

9

24

5

9xyz

সঠিক উত্তর

9

বিস্তারিত

r=(xi^+yj^+zk^)(3xi^+2yj^+4zk^)\vec{\nabla} \cdot \vec{r}=\left(\frac{\partial}{\partial x} \hat{i}+\frac{\partial}{\partial y} \hat{j}+\frac{\partial}{\partial z} \hat{k}\right) \cdot(3 x \hat{i}+2 y \hat{j}+4 z \hat{k})
=3+2+4=9=3+2+4=9

2. স্কেলার গুণন এর উদাহরণ কোনটি ?

কাজ

বল

টর্ক

কৌণিক ভরবেগ

সঠিক উত্তর

কাজ

বিস্তারিত

ভেক্টর গুণন এর ক্ষেত্রে টর্ক ,τ=r×F\overrightarrow{\mathrm{\tau}}=\overrightarrow{\mathrm{r}} \times \overrightarrow{\mathrm{F}}
কৌণিক ভরবেগ, L=r×P\overrightarrow{\mathrm{L}}=\overrightarrow{\mathrm{r}} \times \overrightarrow{\mathrm{P}} ; রৈখিক বেগ, v=ω×r\overrightarrow{\mathrm{v}}=\overrightarrow{\mathrm{\omega}} \times \overrightarrow{\mathrm{r}}

3. একটি সামান্তরিকের কর্ণ দুটি যথাক্রমে A=3i^j^+2k^\overrightarrow{\mathrm{A}}=3 \hat{\mathrm{i}}-\hat{\mathrm{j}}+2 \hat{\mathrm{k}}B=i^2j^+4k^\overrightarrow{\mathrm{B}}=\hat{\mathrm{i}}-2 \hat{\mathrm{j}}+ 4 \hat{\mathrm{k}} হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত?

5.59

6.87

7.83

8.79

সঠিক উত্তর

5.59

বিস্তারিত

A×B\overrightarrow{\mathrm{A}} \times \overrightarrow{\mathrm{B}}
=i^j^k^312124=\left|\begin{array}{rrr} \hat{\mathrm{i}} & \hat{\mathrm{j}} & \hat{\mathrm{k}} \\ 3 & -1 & 2 \\ 1 & -2 & 4 \end{array}\right|
=10j^5k^=-10 \hat{\mathrm{j}}-5 \hat{\mathrm{k}}
ক্ষেত্রফল =12A×B=\frac{1}{2}|\overrightarrow{\mathrm{A}} \times \overrightarrow{\mathrm{B}}|
=12102+52=5.59=\frac{1}{2} \sqrt{10^{2}+5^{2}}=5.59

4. যদি A=4i^+3j^k^\overrightarrow{\mathbf{A}}=4 \hat{i}+3 \hat{j}-\hat{k} হয়, তাহলে A এর মান হবে-

26\sqrt{26}

24\sqrt{24}

26

6

সঠিক উত্তর

26\sqrt{26}

বিস্তারিত

A=42+32+(1)2=26A=\sqrt{4^{2}+3^{2}+(-1)^{2}}=\sqrt{26}

5. যদি A=2i^+aj^+k^\overrightarrow{\mathrm{A}}=2 \hat{\mathrm{i}}+\mathrm{a} \hat{\mathrm{j}}+\hat{\mathrm{k}} এবং B=2i^+j^2k^\overrightarrow{\mathrm{B}}= -2 \hat{\mathrm{i}}+ \hat{\mathrm{j}}-2 \hat{\mathrm{k}} পরস্পর লম্ব হয় তবে a এর মান হবে-

-4

-6

6

-2

সঠিক উত্তর

6

বিস্তারিত

AB=0a=6\overrightarrow{\mathrm{A}} \cdot \overrightarrow{\mathrm{B}}=0 \Rightarrow \mathrm{a}=6

6. যদি P=2i^+4j^5k^\overrightarrow{\mathbf{P}}=2 \hat{i}+4 \hat{j}-5 \hat{k} এবং Q=i^+2j^+3k^\overrightarrow{\mathbf{Q}}=\hat{i}+2 \hat{j}+3 \hat{k} হয়, তবে এদের মধ্যবর্তী কোণ হবে-

78.5178.51^{\circ}

105.25105.25^{\circ}

11.4911.49^{\circ}

101.49101.49^{\circ}

সঠিক উত্তর

101.49101.49^{\circ}

বিস্তারিত

θ=cos1(PQPQ)\theta=\cos ^{-1}\left(\frac{\vec{P} \vec{Q}}{|\vec{P}||Q|}\right)
=cos1(545×14)θ=101.49=\cos ^{-1}\left(\frac{-5}{\sqrt{45} \times \sqrt{14}}\right) \therefore \theta=101.49^{\circ}

7. ভেক্টর A=i^3j^+5k^\vec{A}=\hat{i}-3 \hat{j}+5 \hat{k} এবং B=ai^+6j^10k^\vec{B}=a \hat{i}+6 \hat{j}-10 \hat{k}; a এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে ?

0

-2

-1

1

সঠিক উত্তর

-2

বিস্তারিত

1a=36a=2\frac{1}{a}=\frac{-3}{6} \quad \therefore a=-2

8. AB=A×B|\vec{A} \cdot \vec{B}|=|\vec{A} \times \vec{B}| হলে AB\vec{A}\hspace{1mm} ও\hspace{1mm} \vec{B} এর মধ্যকার কোণ কত?

π\pi

π4\frac{\pi}{4}

π6\frac{\pi}{6}

2π2 \pi

সঠিক উত্তর

π4\frac{\pi}{4}

বিস্তারিত

ABcosθ=ABsinθ\mathrm{AB} \cos \theta=\mathrm{AB} \sin \theta
tanθ=1θ=tan1(1)=π4\tan \theta=1 \therefore \theta=\tan ^{-1}(1)=\frac{\pi}{4}

9. যদি A,B,C\overrightarrow{\mathrm{A}}, \overrightarrow{\mathrm{B}} , \overrightarrow{\mathrm{C}} তিনটি ভেক্টর রাশি এবং C=A×B\overrightarrow{\mathrm{C}}=\overrightarrow{\mathrm{A}} \times \overrightarrow{\mathrm{B}} হয় তাহলে C\overrightarrow{\mathrm{C}} এর দিক হবে ?

A\overrightarrow{\mathrm{A}} বরাবর

B\overrightarrow{\mathrm{B}} বরাবর

A\overrightarrow{\mathrm{A}}B\overrightarrow{\mathrm{B}} উভয়ের লম্ব বরাবর

A\overrightarrow{\mathrm{A}}B\overrightarrow{\mathrm{B}} উভয়ের সমান্তরাল বরাবর

সঠিক উত্তর

A\overrightarrow{\mathrm{A}}B\overrightarrow{\mathrm{B}} উভয়ের লম্ব বরাবর

10. ভেক্টর A=2i^+4j^5k^\overrightarrow{\mathrm{A}}=2 \hat{i}+4 \hat{j}-5 \hat{k} এবং B=i^+2j^+3k^\overrightarrow{\mathrm{B}}=\hat{\mathbf{i}}+2 \hat{\mathbf{j}}+3 \hat{\mathbf{k}} দেয়া আছে। তাহলে A+B |\overrightarrow{\mathrm{A}}+\overrightarrow{\mathrm{B}}| বের করো .

3

6

7

9

সঠিক উত্তর

7

বিস্তারিত

A+B=(2i^+4j^5k^)+(i^+2j^+3k^)\overrightarrow{\mathrm{A}}+\overrightarrow{\mathrm{B}}=(2 \hat{i}+4 \hat{\mathrm{j}}-5 \hat{\mathrm{k}})+(\hat{\mathrm{i}}+2 \hat{\mathrm{j}}+3 \hat{\mathrm{k}})
=3i^+6j^2k^=3 \hat{i}+6 \hat{j}-2 \hat{k}
A+B=32+62+(2)2=7\therefore|\vec{A}+\vec{B}|=\sqrt{3^{2}+6^{2}+(-2)^{2}}=7

11. দুটি দিক রাশির লব্ধির সর্বোচ্চ মান 12 একক এবং সর্বনিম্ন মান 2 একক। রাশিদ্বয় এর মানসমূহ হচ্ছে-

6 একক এবং8 একক

7 একক এবং 5 একক

9 একক এবং 10 একক

12 একক এবং 11 একক

সঠিক উত্তর

7 একক এবং 5 একক

বিস্তারিত

P+Q=12P+Q=12........(1)
PQ=2P-Q=2 .......(2)
(1) + (2) হতে, 2P=14P=72 P=14 \Rightarrow P=7 একক
(1) - (2) হতে, 2Q=10Q=52 Q=10 \Rightarrow Q=5 একক

12. r=5i^j^+3k^;Q=k^\overrightarrow{\mathrm{r}}=5 \hat{\mathrm{i}}-\hat{\mathrm{j}}+3 \hat{\mathrm{k}} ; \overrightarrow{\mathbf{Q}}=\hat{\mathrm{k}} হলে, P×Q=\overrightarrow{\mathrm{P}} \times \overrightarrow{\mathrm{Q}}= কত?

i^5j^-\hat{i}-5 \hat{j}

i^5j^\hat{i}-5 \hat{j}

i^+5j^\hat{i}+5 \hat{j}

0

সঠিক উত্তর

i^5j^-\hat{i}-5 \hat{j}

বিস্তারিত

P×Q\overrightarrow{\mathrm{P}} \times \overrightarrow{\mathrm{Q}}
=i^j^k^513001=\left|\begin{array}{ccc} \hat{i} & \hat{j} & \hat{k} \\ 5 & -1 & 3 \\ 0 & 0 & 1 \end{array}\right|
=i^^5j^=-\hat{\hat{i}}-5 \hat{j}

13. স্কেলার গুণফল বিনিময় সূত্র-

মেনে চলে না

মেনে চলে

A ও B উভয়ই

কোনোটিই নয়

সঠিক উত্তর

মেনে চলে

বিস্তারিত

স্কেলার গুনফল বিনিময় সূত্র মেনে চললেও ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না।

14. A=ı^4ȷ^+5k^\vec{A}=\hat{\imath}-4 \hat{\jmath}+5 \hat{k} B=6ı^3ȷ^+2k^\vec{B}=6 \hat{\imath}-3 \hat{\jmath}+2 \hat{k} হলে, B\vec{B} বরাবর A\vec{A} এর অভিক্ষেপ বা অংশক-

5

6

4

8

সঠিক উত্তর

4

বিস্তারিত

Acosθ=ABBA \cos \theta=\frac{\vec{A} \cdot \vec{B}}{|\vec{B}|}
=6+12+1036+9+4=4=\frac{6+12+10}{\sqrt{36+9+4}}=4

15. একটি লন রোলার টানা ও ঠেলার জন্য অনুভূমিকের সাথে 3030^{\circ} কোনে বল প্রয়োগ করা হলো। টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কম হবে -

20 N

10 N

15 N

কোনোটিই নয়

সঠিক উত্তর

20 N

বিস্তারিত

টানার ক্ষেত্রে ওজন=WFsin30=\mathrm{W}-\mathrm{F} \sin 30^{\circ}
ঠেলার ক্ষেত্রে ওজন =W+Fsin30=\mathrm{W}+\mathrm{F} \sin 30^{\circ}
পার্থক্য =W+Fsin30(WFsin30)=20N=\mathrm{W}+\mathrm{F} \sin 30^{\circ}- (\mathrm{W}-\mathrm{F} \sin 30^{\circ}) =20 N

16. একটি ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল হবে কোন ক্ষেত্রে?

×B=0\overline{\mathrm{\nabla}} \times \overline{\mathrm{B}}=0

×B0\overline{\mathrm{\nabla}} \times \overline{\mathrm{B}} \neq 0

B=0\overline{\mathrm{\nabla}} \cdot \overline{\mathrm{B}}=0

কোনোটিই নয়

সঠিক উত্তর

×B=0\overline{\mathrm{\nabla}} \times \overline{\mathrm{B}}=0

বিস্তারিত

কোন ভেক্টর এর কার্ল শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল হয়।

17. দুটি বল যার একটি 10 N বিশিষ্ট এবং বলদ্বয় 120120^{\circ} কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বল এর সমান হয়| অপর বলটির মান কত ?

20 N

0 অথবা 10 N

15 N

5 N

সঠিক উত্তর

0 অথবা 10 N

বিস্তারিত

ধরি, অপর বলটি, Q
102=102+Q2+2.10.Qcos12010^{2}=10^{2}+Q^{2}+2.10 . Q \cos 120^{\circ}
Q210Q=0Q=0বা10\Rightarrow Q^{2}-10 Q=0 \Rightarrow Q=0\hspace{1mm} বা\hspace{1mm} 10 N

18. বল F=2i^j^k^\vec{F}=2 \hat{i}-\hat{j}-\hat{k} প্রয়োগে বস্তুর সরণ, r=3i^+2j^5k^\vec{r}=3 \hat{i}+2 \hat{j}- 5 \hat{k} হলে কৃতকাজের পরিমাণ কত একক ?

9

15

17

8

সঠিক উত্তর

9

বিস্তারিত

W=Fr=(2i^j^k)(3i^+2j^5k^)+62+5=9JW=\vec{F} \cdot \vec{r}=(2 \hat{i}-\hat{j}-k)(3 \hat{i}+2 \hat{j}-5 \hat{k})+6-2+5=9 J

19. কোন স্থানে বাতাস 30 km/hr বেগে পশ্চিম দিকের সাথে 4545^{\circ} কোনে দক্ষিণ দিকে বইছে। বাতাসে বেগের পূর্বমুখী উপাংশ এর মান কত km/hr?

10.25

17.35

21.21

25.32

সঠিক উত্তর

21.21

বিস্তারিত

VE=Vcosθ=30×cos45V_{E}=V \cos \theta=30 \times \cos 45
=21.21kmhr1=21.21\hspace{1mm} \mathrm{kmhr}^{-1}

20. ভেক্টর বিভাজন এর দৃষ্টান্ত কোনটি?

গুণ টানা নৌকার গতি

পাখির উড্ডয়ন

চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি

গাড়ির গতি

সঠিক উত্তর

গুণ টানা নৌকার গতি

21. নদীর স্রোত 3 km/h বেগে প্রবাহিত হচ্ছ। একজন মাঝি স্রোতের সাথে 3030^{\circ} কোন করে 4 km/h বেগে নৌকা চালাচ্ছে। নদীটি 2 km চওড়া হলে এক তীর থেকে অপর তীরে পৌঁছাতে মাঝির কত সময় লাগবে ?

6 hr

3.5 hr

1 hr

5 hr

সঠিক উত্তর

1 hr

বিস্তারিত

t=dvsina=24×sin30=1hrt=\frac{d}{v \sin a}=\frac{2}{4 \times \sin 30^{\circ}}=1 \mathrm{hr}

22. পয়েন্টিং ভেক্টরের একক -

ওয়াট/মিটার

ওয়াট/মিটার2

ওয়াট

কোনোটিই নয়

সঠিক উত্তর

ওয়াট/মিটার2

23. একটি তারের ইয়ং এর গুণাঙ্ক 4×1011 N/m24 \times 10^{11} \mathrm{~N} / \mathrm{m}^{2}।তারটির দৈর্ঘ্য 7.5%7.5 \% বাড়াতে কি পরিমাণ পীড়ন প্রয়োজন হবে ?

7.5×1011 N/m27.5 \times 10^{11} \mathrm{~N} / \mathrm{m}^{2}

3×1010 N/m23 \times 10^{10} \mathrm{~N} / \mathrm{m}^{2}

5.33×1010 N/m25.33 \times 10^{10} \mathrm{~N} / \mathrm{m}^{2}

4×1010 N/m24 \times 10^{10} \mathrm{~N} / \mathrm{m}^{2}

সঠিক উত্তর

3×1010 N/m23 \times 10^{10} \mathrm{~N} / \mathrm{m}^{2}

বিস্তারিত

Y=FLAlFA=YlL\mathrm{Y}=\frac{\mathrm{FL}}{\mathrm{Al}} \therefore \frac{\mathrm{F}}{\mathrm{A}}=\frac{\mathrm{Yl}}{\mathrm{L}}
4×1011×7.5100\frac{4 \times 10^{11} \times 7.5}{100}
=3×1010Nm2=3 \times 10^{10}\hspace{1mm} \mathrm{Nm}^{-2}

24. একটি কাচ পৃষ্ঠের উপর পানি ঢাললে তা যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না। এর কারণ-

সান্দ্রতা

পৃষ্ঠটান

উভয়

কোনোটিই নয়

সঠিক উত্তর

উভয়

বিস্তারিত

দুধের পৃষ্ঠটান ও সান্দ্রতা উভয়ই পানি অপেক্ষা বেশি বলে তা কাচ পৃষ্ঠের উপর কম ছড়ায়।

25. তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগ এর সঙ্গে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে

ηT\eta \propto \sqrt{T}

ηT\eta \propto T

ηT2\eta \propto T^2

None of those

সঠিক উত্তর

None of those

বিস্তারিত

তরলের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতা সহগ এর মান হ্রাস পায়। তরলের ক্ষেত্রে logη1T\log \eta \propto \frac{1}{T} ও গ্যাসের ক্ষেত্রে ηT\eta \propto \sqrt{T}

26. যখন পানিতে কিছু ডিটারজেন্ট মেশানো হয় তখন এর পৃষ্ঠটান -

অপরিবর্তিত থাকে

হ্রাস পায়

বৃদ্ধি পায়

হ্রাস বা বৃদ্ধি পেতে পারে

সঠিক উত্তর

হ্রাস পায়

বিস্তারিত

তরলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পায, জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়।

27. পয়সনের অনুপাত(poisson's ratio) এর মাত্রা (dimension)কোনটি?

[ML1 T2]\left[\mathrm{ML}^{-1} \mathrm{~T}^{-2}\right]

[MLT2]\left[\mathrm{MLT}^{-2}\right]

[ML1 T1]\left[\mathrm{ML}^{-1} \mathrm{~T}^{-1}\right]

কোনোটিই নয়

সঠিক উত্তর

কোনোটিই নয়

বিস্তারিত

যেহেতু পয়সনের অনুপাত একই প্রকার দুটি রাশির অনুপাত তাই এর কোন মাত্রা ও একক নেই।

28. নিচের কোনটি সঠিক?

U=1YAl2 L/Al\mathrm{U}=\frac{1 \mathrm{YAl}}{2 \mathrm{~L}} / \mathrm{Al}

U=1YAl2 L\mathrm{U}=\frac{1 \mathrm{YAl}}{2 \mathrm{~L}}

U=121 LYl\mathrm{U}=\frac{1}{2} \frac{1}{\mathrm{~L}} \mathrm{Yl}

U=WA\mathrm{U}=\frac{\mathrm{W}}{\mathrm{A}}

সঠিক উত্তর

U=1YAl2 L\mathrm{U}=\frac{1 \mathrm{YAl}}{2 \mathrm{~L}}

29. একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে?

আসঞ্জন বল

পৃষ্ঠশক্তি

সংসক্তি বল

পৃষ্ঠটান

সঠিক উত্তর

সংসক্তি বল

বিস্তারিত

একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংসক্তি বল বলে। বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে আসঞ্জন বল বলে।

30. একটি তারের দৈর্ঘ্য 5m, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.002 m0.002 \mathrm{~m}, অসহ পীড়ন 2.5×105Nm22.5 \times 10^{5}\mathrm{Nm}^{-2}। তারটির অসহভর কত ?

50098 kg\frac{500}{98} \mathrm{~kg}

2509.8 kg\frac{250}{9.8} \mathrm{~kg}

2009.8 kg\frac{200}{9.8} \mathrm{~kg}

4509.8 kg\frac{450}{9.8} \mathrm{~kg}

সঠিক উত্তর

50098 kg\frac{500}{98} \mathrm{~kg}

বিস্তারিত

অসহ পীড়ন = অসহবলক্ষেত্রফল\frac{অসহ বল}{ক্ষেত্রফল}
P=FA=mgA\Rightarrow P=\frac{F}{A}=\frac{m g}{A}
m=PAg=2.5×105×0.0029.8=5009.8 kg\Rightarrow m=\frac{P A}{g}=\frac{2.5 \times 10^{5} \times 0.002}{9.8}=\frac{500}{9.8} \mathrm{~kg}

31. স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে -

ইয়ং এর গুণাঙ্ক

আয়তন গুণাঙ্ক

দৃঢ়তার গুণাঙ্ক

পয়সনের অনুপাত

সঠিক উত্তর

দৃঢ়তার গুণাঙ্ক

32. আয়তন গুনাঙ্কের বিপরীত রাশিকে বলে -

আয়তন বিকৃতি

পীড়ন

আয়তন গুণাঙ্ক

সংনম্যতা

সঠিক উত্তর

সংনম্যতা

33. পীড়নের এস আই একক হল-

Nm\mathrm{Nm}

N/m\mathrm{N} / \mathrm{m}

N/m2\mathrm{N} / \mathrm{m}^{2}

Nm2\mathrm{Nm}^{2}

সঠিক উত্তর

N/m2\mathrm{N} / \mathrm{m}^{2}

বিস্তারিত

P=FA=N/m2P=\frac{F}{A}=N / m^{2}

34. কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

273C-273^{\circ} \mathrm{C}

10C-10^{\circ} \mathrm{C}

0C0^{\circ} \mathrm{C}

4C4^{\circ} \mathrm{C}

সঠিক উত্তর

4C4^{\circ} \mathrm{C}

বিস্তারিত

পানির ঘনত্ব 4C4^{\circ} \mathrm{C} এ সবচেয়ে বেশি।

35. পয়সন অনুপাতের মানের সীমা কোনটি ?

1<σ<12-1<\sigma<\frac{1}{2}

1<σ<11<\sigma<-1

1>σ>12-1>\sigma>\frac{1}{2}

12<σ<1\frac{1}{2}<\sigma<1

সঠিক উত্তর

1<σ<12-1<\sigma<\frac{1}{2}

বিস্তারিত

পয়সনের অনুপাতের মান -1 অপেক্ষা কম এবং 12\frac{1}{2} অপেক্ষা বেশি হতে পারে না। অর্থাৎ, 1<σ<12-1<\sigma<\frac{1}{2}

36. কোন ধর্মের কারনে পানির ফোটা গোলাকৃতি হয় ?

সান্দ্রতা

স্থিতিস্থাপকতা

পৃষ্ঠটান

কৌশিকতা

সঠিক উত্তর

পৃষ্ঠটান

বিস্তারিত

পৃষ্ঠটানের জন্য কলমের কালির প্রবাহ ঘটে/কর্পুর পানিতে ভাসে/সূচ পানিতে ভাসে।

37. ছাতার কাপড়ে ছিদ্র থাকা সত্ত্বেও বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে না কেন?

পৃষ্ঠশক্তির জন্য

পৃষ্ঠটানের জন্য

সান্দ্রতার জন্য

কোনোটিই নয়

সঠিক উত্তর

পৃষ্ঠটানের জন্য

বিস্তারিত

পৃষ্ঠটানের কয়েকটি ঘটনা - পানির উপর দিয়ে পোকামাকড় হাটা, তরলের পৃষ্ঠে সুই ভেসে থাকা, পানি কচু পাতা ভিজায় না, অশান্ত সমুদ্রকে শান্ত করা, ছাতার কাপড়ে বৃষ্টির ফোঁটা প্রবেশ করতে না পারা ।

38. একটি গ্যাস অণুর ব্যাস 2×1010m2 \times 10^{10} m এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 3×10193 \times 10^{19} হলে গ্যাস অণুর গড় মুক্তিপথ হবে?

3×103cm 3 \times 10^{-3} cm

3×104cm 3 \times 10^{-4} cm

3×105cm 3 \times 10^{-5} cm

6×106cm 6 \times 10^{-6} cm

সঠিক উত্তর

3×105cm 3 \times 10^{-5} cm

বিস্তারিত

γ=1πσ2N=13.14×(2×108)2×3×1019\gamma = \frac {1}{\pi \sigma ^2 N} = \frac{1}{3.14 \times (2 \times 10^{-8})^2 \times 3 \times 10^19}
=2.65×105= 2.65 \times 10^{-5} 3×105cm \sim 3 \times 10^{-5} cm

39. একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা 5 হলে শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত?

KT/2

KT

3KT/2

5KT/2

সঠিক উত্তর

5KT/2

বিস্তারিত

দ্বি পারমাণবিক গ্যাসের (যেমনঃ O2,N2,CO2O_2, N_2, CO_2 ইত্যাদি) একটি অণুর স্বাধীনতার মাত্রা 5, অতএব প্রতিটি অণুর গড় গতিশক্তি = 52KT\frac{5}{2} KT

40. কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে, তার অণুগুলোর r.m.s বেগ কত গুণ বৃদ্ধি পায়?

44

22

1.411.41

0.5

সঠিক উত্তর

1.411.41

বিস্তারিত

C2C1=T2T1\frac{C_2}{C_1} = \sqrt{\frac{T_2}{T_1}} =2T1T1=\sqrt{\frac{2T_1}{T_1}}
C2=1.41C1 \Rightarrow C_2 = 1.41C_1

41. একটি গ্যাসের নমুনার তাপমাত্রা 20C20^{\circ} C, যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তাপমাত্রা কত?

20C20^{\circ} C

80C80^{\circ} C

900C900^{\circ} C

1200C1200^{\circ} C

সঠিক উত্তর

900C900^{\circ} C

বিস্তারিত

PV(273+20)=2P×2VT\frac{PV}{(273 + 20)} = \frac{2P \times 2V}{T}
T=4×293=1172K \Rightarrow T = 4 \times 293 = 1172\hspace{1mm} K
899C900C 899^{\circ} C \approx 900^{\circ} C

42. একটি পাত্রে 27C 27^{\circ} C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। হিলিয়াম অণুর গড় গতিশক্তি কত? [বোল্টজম্যান ধ্রুবক k = 1.38 ×1023J/K\times 10^{-23} J/K]

6.21×1021J6.21 \times 10^{-21} J

5.6×1022J5.6 \times 10^{-22} J

1.9×1021J1.9 \times 10^{-21} J

2×1021J2 \times 10^{-21} J

সঠিক উত্তর

6.21×1021J6.21 \times 10^{-21} J

বিস্তারিত

T=300K T = 300 K
k=1.38×1023J/K k = 1.38 \times 10^{-23} J/K
Ek=32KT=32×1.38×1023×300\therefore E_{k} = \frac{3}{2} KT = \frac{3}{2} \times 1.38 \times 10^{-23} \times 300
=6.21×1021J = 6.21 \times 10^{-21} J

43. T তাপমাত্রার আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি -

23KT\frac{2}{3} KT

32KT2\frac{3}{2} KT^2

32KT4\frac{3}{2} KT^{-4}

32KT\frac{3}{2} KT

সঠিক উত্তর

32KT\frac{3}{2} KT

44. এক মোল অক্সিজেনের ভর যথাক্রমে 2g এবং 32g হলে কোন এক নির্দিষ্ট তাপমাত্রায় অনুপাত হাইড্রোজেনঅণুরমূলবর্গবেগঅক্সিজেনঅণুরমূলবর্গবেগ\frac{হাইড্রোজেন\hspace{1mm} অণুর\hspace{1mm} মূল\hspace{1mm} বর্গ\hspace{1mm} বেগ\hspace{1mm}}{অক্সিজেন\hspace{1mm} অণুর\hspace{1mm} মূল\hspace{1mm} বর্গ\hspace{1mm} বেগ} এর মান হবে -

1/8

1/4

4

8

সঠিক উত্তর

4

বিস্তারিত

HঅণুরrmsOঅণুরrms\frac{H\hspace{1mm} অণুর\hspace{1mm} rms} {O\hspace{1mm} অণুর\hspace{1mm} rms}
=M0M1=322=16=4= \sqrt{\frac{M_0}{M_1}} = \sqrt{\frac{32}{2}} = \sqrt{16} = 4

45. গড় মুক্তপথ (mean free path) গ্যাসের ঘনত্ব (density) এর -

সমানুপাতিক

বর্গের ব্যস্তানুপাতিক

বর্গের সমানুপাতিক

ব্যস্তানুপাতিক

সঠিক উত্তর

ব্যস্তানুপাতিক

বিস্তারিত

γ1ρ\gamma \propto \frac{1}{\rho}

46. 0C0^{\circ} C তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত?

560 m/s

461 m/s

861 m/s

961 m/s

সঠিক উত্তর

461 m/s

বিস্তারিত

C=3RTM C = \sqrt{\frac{3RT}{M}}
=3×8.31×27332×103=461m/s = \sqrt{\frac{3 \times 8.31 \times 273}{32 \times 10^{-3}}} = 461 m/s

47. শিশিরাঙ্কের সম্পৃক্ত বাস্পচাপ f এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাস্পচাপ F হলে, আপেক্ষিক আর্দ্রতা R =

R = fF\frac{f}{F}

R = fF×100\frac{f}{F} \times 100%

R = Ff×100\frac{F}{f} \times 100%

R = Ff\frac{F}{f}

সঠিক উত্তর

R = fF×100\frac{f}{F} \times 100%

48. তিনটি গ্যাস অণুর বেগ হচ্ছে 25 m/s, 30 m/s এবং 35 m/s এবং তাদের মূল গড় বর্গবেগ হবে -

17.5 m/s

30.3 m/s

30 m/s

31.5 m/s

সঠিক উত্তর

30.3 m/s

বিস্তারিত

c=c21+c22+c32n c = \sqrt{\frac{c_2^1 + c_2^2 + c_3^2}{n}}
=(25)2+(30)2+(35)23=30.27m/s = \sqrt{\frac{(25)^2 + (30)^2 + (35)^2}{3}} = 30.27 m/s

49. 27C 27^{\circ} C তাপমাত্রায় এবং 1×105N/m2 1 \times 10^5\hspace{1mm} N/m^2 চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন 0.04m30.04\hspace{1mm} m^3। ঐ একই চাপে তাপ প্রয়োগে গ্যাসের আয়তন 0.5m30.5\hspace{1mm} m^3 হলে নতুন তাপমাত্রা কত?

240 K

350 K

375 K

425 K

সঠিক উত্তর

375 K

বিস্তারিত

V1T1=V2T2 \frac{V_1}{T_1} = \frac{V_2}{T_2}

50. গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0K তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হবে -

সর্বাধিক

শূণ্য

মাঝামাঝি

কোনোটিই নয়

সঠিক উত্তর

শূণ্য

বিস্তারিত

পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের অণুগুলো স্থির অবস্থায় থাকবে। অর্থাৎ গতিশক্তি শূন্য হবে।

51. আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপর?

তাপমাত্রা

চাপ

আয়তন

গ্যাসের প্রকৃতি

সঠিক উত্তর

তাপমাত্রা

বিস্তারিত

গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর।

52. কোনটির উপর বাস্পায়ন নির্ভর করে না?

তরলের প্রকৃতি

বায়ুর তাপমাত্রা

তরলের তাপমাত্রা

বায়ুর আর্দ্রতা

সঠিক উত্তর

বায়ুর আর্দ্রতা

বিস্তারিত

নিম্নরূপ বিষয়ের উপর বাস্পায়ন নির্ভর করেঃ
1. তরলের উপর বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাস্পায়ন দ্রুত হয়।
2. তরলের প্রকৃতির উপর বাস্পায়ন নির্ভর করে।
3. বায়ুর উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি পেলে বাস্পায়ন দ্রুত হয়।
4. বায়ুর আর্দ্রতার উপর বাস্পায়ন নির্ভর করে না।
5. বাস্পায়ন তরলের তাপমাত্রা, তরলের উপর চাপ এবং তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে।

53. তাপমাত্রা হ্রাস পেলে কোন স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা -

একই থাকে

বৃদ্ধি পায়

হ্রাস পায়

অপরিবর্তিত থাকে

সঠিক উত্তর

হ্রাস পায়

54. 20C20^\circ C তাপমাত্রায় কোন এক সময়ে বায়ুতে প্রকৃত বাষ্প ঘনত্ব 17.5 gm/m3^{3} এবং সম্পৃক্ত বাষ্প ঘনত্ব 20 gm/m3^{3} হলে আপেক্ষিক আর্দ্রতা কত?

87.5%

47.5%

77.5%

67.5%

সঠিক উত্তর

87.5%

বিস্তারিত

আপেক্ষিক আর্দ্রতা = 17.520.0×100\frac{17.5}{20.0} \times 100%
= 87.5%

55. মূল গড় বর্গবেগের সাথে চাপের সম্পর্ক কোনটি?

C=3PρC = \sqrt{\frac{3P}{\rho}}

C=P3ρC = \sqrt{\frac{P}{3\rho}}

C=3PρC = \frac{3P}{\sqrt{\rho}}

C=2PρC = \sqrt{\frac{2P}{\rho}}

সঠিক উত্তর

C=3PρC = \sqrt{\frac{3P}{\rho}}

56. কোন সময় বায়ুর শিশিরাঙ্ক 1010^{\circ} এবং আপেক্ষিক আর্দ্রতা 75%। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাস্পচাপ কত? (1010^{\circ} এ সম্পৃক্ত বাস্পচাপ 9.21 mmHg P)

6.91 mmHg P

12.28 mmHg P

18.42 mmHg P

13.63 mmHg P

সঠিক উত্তর

12.28 mmHg P

বিস্তারিত

R=fF×100R = \frac{f}{F} \times 100%
F=fR×100=9.2175×100\Rightarrow F = \frac{f}{R} \times 100 = \frac{9.21}{75} \times 100
= 12.28 mmHg P

57. 127C127^{\circ}C তাপমাত্রায় 22g গ্রাম CO2CO_2 গ্যাসের অনুসমূহের গতিশক্তি কত হবে? [ R=8.314R = 8.314 Jmol^{-1}K^{-1} ]

791.53 J

2493 J

249.3 J

1246.5 J

সঠিক উত্তর

2493 J

বিস্তারিত

Kk=32nRTK_{k} = \frac{3}{2} nRT
32×2244×8.31×400\frac{3}{2} \times \frac{22}{44} \times 8.31 \times 400
= 2493 J

58. স্বাভাবিক তাপমাত্রায় P টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী কোনটি?

শুধু হোল

শুধুমাত্র ইলেকট্রন

ধনাত্নক আয়ন

হোল এবং ইলেকট্রন

সঠিক উত্তর

হোল এবং ইলেকট্রন

59. তাপমাত্রা বাড়ালে অর্ধ পরিবাহীর রোধ -

কমবে

বৃদ্ধি পাবে

পরিবর্তন হবে না

শূন্য হবে

সঠিক উত্তর

কমবে

বিস্তারিত

তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহীর রোধ কমবে কিন্তু পরিবাহিতা বাড়বে।

60. একটি কমন এমিটার ট্রাজিস্টরের β\beta = 100 এবং IBI_B = 50 μA\mu A হলে, α\alpha কত?

1.01

0.99

1.00

1.10

সঠিক উত্তর

0.99

বিস্তারিত

α=β1+β=1001+100=0.99\alpha = \frac{\beta}{1 + \beta} = \frac{100}{1 + 100} = 0.99

61. যে যন্ত্রাংশ দিক-পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক-দিকবর্তী করে তার নাম -

রোধ

থার্মিস্টার

ট্রান্সফর্মার

রেক্টিফায়ার

সঠিক উত্তর

রেক্টিফায়ার

62. কোন ট্রানজিস্টরের α\alpha = 0.95 ও IE=1I_E = 1 মিলি অ্যাম্পিয়ার হলে β\beta এর মান কত?

0.95

20

19

কোনোটিই নয়

সঠিক উত্তর

19

বিস্তারিত

β=11α=0.9510.95=19\beta = \frac{1}{1 - \alpha} = \frac{0.95}{1 - 0.95} = 19

63. নিচের কোন গেটটি AND এবং NOT গেইটের সমন্বয়ে তৈরি হয়?

NOR

NAND

OR

X-OR

সঠিক উত্তর

NAND

64. ট্রানজিস্টর কোন কাজটি করে না?

বিবর্ধক হিসাবে

সুইচ হিসাবে

আলো নিঃসারক হিসেবে

কোনোটিই নয়

সঠিক উত্তর

আলো নিঃসারক হিসেবে

বিস্তারিত

ট্রানজিস্টর বিবর্ধক এবং সুইচ হিসাবে ব্যবহৃত হয়।

65. ট্রানজিস্টর বর্তনীর মৌলিক বিন্যাস কোনটি?

সাধারণ পীঠ

সাধারণ নিঃসারক

সাধারণ সংগ্রাহক

সকলেই

সঠিক উত্তর

সকলেই

বিস্তারিত

ট্রানজিস্টর বর্তনীর মৌলিক বিন্যাস তিনটি-
১। কমন ইমিটার (CE)
২। কমন বেস (CB)
৩। কমন কালেক্টর (CC)

66. কোন লজিক গেট দুটিকে সার্বজনীন গেট বলে?

AND ও OR

NAND ও NOR

X-OR ও NOT

AND ও NOT

সঠিক উত্তর

NAND ও NOR

বিস্তারিত

NOR গেট ও NAND গেট দিয়ে AND, OR এবং NOT গেট বাস্তবায়ন করা যায়, তাই NOR ও NAND গেটকে সার্বজনীন গেট বলা হয়।

67. কোন লজিক গেট এর যে কোনো একটি ইনপুট '1' হলে আউটপুট সবসময় '0' হবে?

AND

OR

X-OR

কোনোটিই নয়

সঠিক উত্তর

কোনোটিই নয়

বিস্তারিত

NOT গেটের যে কোনো একটি ইনপুট '1' হলে আউটপুট সবসময় '0' এবং ইনপুট '0' হলে আউটপুট '1' হবে।

68. 20mA নিঃসরক প্রবাহের ফলে একটি ট্রানজিস্টরে 18mA সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল। ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত?।

2mA

4mA

3mA

1mA

সঠিক উত্তর

2mA

বিস্তারিত

IE=IB+ICI_{E} = I_{B} + I_{C}
IB=(IEIC) \Rightarrow I_{B} = (I_{E} - I_{C})
=(2018)=2 = (20 - 18) = 2mA

69. বিশুদ্ধ জার্মেনিয়াম এর সাথে নিচের কোন অপদ্রব্য মিশিয়ে n-টাইপ অর্ধপরিবাহী গঠন করা হয়?

সিলিকন

আর্সেনিক

অ্যালুমিনিয়াম

ইন্ডিয়াম

সঠিক উত্তর

আর্সেনিক

বিস্তারিত

n-type সেমিকন্ডাক্টর = পঞ্চযোজী মৌল (P, A, Sb, Bi)
p-type সেমিকন্ডাক্টর = ত্রিযোজী মৌল (B, Al, Ga, In)

70. একটি n-type অর্ধপরিবাহীর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার তুলনায় -

বেশি

কম

সমান

কোনোটিই নয়

সঠিক উত্তর

সমান

বিস্তারিত

n-type অর্ধপরিবাহীতে -
\rightarrow Majority charge carrier হলো - Electron
\rightarrow Minority charge carrier হলো - Hole

71. অর্ধ পরিবাহী ডায়োড তৈরি করার জন্য প্রয়োজন হলো -

two n-type semiconductors

two p-type semiconductors

one n-type and one p-type semiconductors

কোনোটিই নয়

সঠিক উত্তর

one n-type and one p-type semiconductors

বিস্তারিত

ডায়োড তৈরি করার জন্য প্রয়োজন একটি n-type এবং একটি p-type সেমিকন্ডাক্টর।

72. n-type অর্ধপরিবাহী -

ধনাত্মক

ঋনাত্নক

চার্জ নিরপেক্ষ

কোনোটিই নয়

সঠিক উত্তর

চার্জ নিরপেক্ষ

73. রেকটিফায়ার হিসাবে ডায়োড রুপান্তর করে-

এসি থেকে ডিসি

অস্থির ডিসি থেকে স্থির ডিসি

ডিসি থেকে এসি

কোনোটিই নয়

সঠিক উত্তর

এসি থেকে ডিসি

74. বাইনারী পদ্ধতির (111)2(111)_2 এর মান ডেসিলাম পদ্ধতিতে কত?

3

5

7

9

সঠিক উত্তর

7

বিস্তারিত

(111)2=1×22+1×21+1×20(111)_2 = 1 \times 2^2 + 1 \times 2^1 + 1 \times 2^0
=4+2+1=7= 4 + 2 + 1 = 7
(111)2=(7)10\therefore (111)_2 = (7)_{10}

75. (1001)2=(?)10(1001)_2 = (?)_{10}

9

10

11

12

সঠিক উত্তর

9

বিস্তারিত

(1001)2=1×23+0×22+0×21+1×20(1001)_2 = 1 \times 2^3 + 0 \times 2^2 + 0 \times 2^1 + 1 \times 2^0
=8+0+0+1=9= 8 + 0 + 0 + 1 = 9
(1001)2=(9)10\therefore (1001)_2 = (9)_{10}

76. ডেসিমাল নম্বর 45 কে বাইনারীতে রুপান্তরিত করলে নীচের কোনটি হবে?

101101

101110

101111

110000

সঠিক উত্তর

101101

77. কত কেলভিন তাপমাত্রায় অর্ধ-পরিবাহী অন্তরক হিসেবে কাজ করে?

-273

0

100

273

সঠিক উত্তর

0

বিস্তারিত

273-273^{\circ} বা 0K তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলা হয় এই তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে।