Practice Sheet
পদার্থবিজ্ঞান
ভেক্টর, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস
1. অবস্থান ভেক্টর এর ডাইভারজেন্স কত?
9
24
5
9xyz
9
2. স্কেলার গুণন এর উদাহরণ কোনটি ?
কাজ
বল
টর্ক
কৌণিক ভরবেগ
কাজ
ভেক্টর গুণন এর ক্ষেত্রে টর্ক ,
কৌণিক ভরবেগ, ; রৈখিক বেগ,
3. একটি সামান্তরিকের কর্ণ দুটি যথাক্রমে ও হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত?
5.59
6.87
7.83
8.79
5.59
ক্ষেত্রফল
4. যদি হয়, তাহলে A এর মান হবে-
26
6
5. যদি এবং পরস্পর লম্ব হয় তবে a এর মান হবে-
-4
-6
6
-2
6
6. যদি এবং হয়, তবে এদের মধ্যবর্তী কোণ হবে-
7. ভেক্টর এবং ; a এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে ?
0
-2
-1
1
-2
8. হলে এর মধ্যকার কোণ কত?
9. যদি তিনটি ভেক্টর রাশি এবং হয় তাহলে এর দিক হবে ?
বরাবর
বরাবর
ও উভয়ের লম্ব বরাবর
ও উভয়ের সমান্তরাল বরাবর
ও উভয়ের লম্ব বরাবর
10. ভেক্টর এবং দেয়া আছে। তাহলে বের করো .
3
6
7
9
7
11. দুটি দিক রাশির লব্ধির সর্বোচ্চ মান 12 একক এবং সর্বনিম্ন মান 2 একক। রাশিদ্বয় এর মানসমূহ হচ্ছে-
6 একক এবং8 একক
7 একক এবং 5 একক
9 একক এবং 10 একক
12 একক এবং 11 একক
7 একক এবং 5 একক
........(1)
.......(2)
(1) + (2) হতে, একক
(1) - (2) হতে, একক
12. হলে, কত?
0
13. স্কেলার গুণফল বিনিময় সূত্র-
মেনে চলে না
মেনে চলে
A ও B উভয়ই
কোনোটিই নয়
মেনে চলে
স্কেলার গুনফল বিনিময় সূত্র মেনে চললেও ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না।
14. ও হলে, বরাবর এর অভিক্ষেপ বা অংশক-
5
6
4
8
4
15. একটি লন রোলার টানা ও ঠেলার জন্য অনুভূমিকের সাথে কোনে বল প্রয়োগ করা হলো। টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কম হবে -
20 N
10 N
15 N
কোনোটিই নয়
20 N
টানার ক্ষেত্রে ওজন
ঠেলার ক্ষেত্রে ওজন
পার্থক্য
16. একটি ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল হবে কোন ক্ষেত্রে?
কোনোটিই নয়
কোন ভেক্টর এর কার্ল শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল হয়।
17. দুটি বল যার একটি 10 N বিশিষ্ট এবং বলদ্বয় কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বল এর সমান হয়| অপর বলটির মান কত ?
20 N
0 অথবা 10 N
15 N
5 N
0 অথবা 10 N
ধরি, অপর বলটি, Q
N
18. বল প্রয়োগে বস্তুর সরণ, হলে কৃতকাজের পরিমাণ কত একক ?
9
15
17
8
9
19. কোন স্থানে বাতাস 30 km/hr বেগে পশ্চিম দিকের সাথে কোনে দক্ষিণ দিকে বইছে। বাতাসে বেগের পূর্বমুখী উপাংশ এর মান কত km/hr?
10.25
17.35
21.21
25.32
21.21
20. ভেক্টর বিভাজন এর দৃষ্টান্ত কোনটি?
গুণ টানা নৌকার গতি
পাখির উড্ডয়ন
চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি
গাড়ির গতি
গুণ টানা নৌকার গতি
21. নদীর স্রোত 3 km/h বেগে প্রবাহিত হচ্ছ। একজন মাঝি স্রোতের সাথে কোন করে 4 km/h বেগে নৌকা চালাচ্ছে। নদীটি 2 km চওড়া হলে এক তীর থেকে অপর তীরে পৌঁছাতে মাঝির কত সময় লাগবে ?
6 hr
3.5 hr
1 hr
5 hr
1 hr
22. পয়েন্টিং ভেক্টরের একক -
ওয়াট/মিটার
ওয়াট/মিটার2
ওয়াট
কোনোটিই নয়
ওয়াট/মিটার2
23. একটি তারের ইয়ং এর গুণাঙ্ক ।তারটির দৈর্ঘ্য বাড়াতে কি পরিমাণ পীড়ন প্রয়োজন হবে ?
24. একটি কাচ পৃষ্ঠের উপর পানি ঢাললে তা যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না। এর কারণ-
সান্দ্রতা
পৃষ্ঠটান
উভয়
কোনোটিই নয়
উভয়
দুধের পৃষ্ঠটান ও সান্দ্রতা উভয়ই পানি অপেক্ষা বেশি বলে তা কাচ পৃষ্ঠের উপর কম ছড়ায়।
25. তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগ এর সঙ্গে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে
None of those
None of those
তরলের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতা সহগ এর মান হ্রাস পায়। তরলের ক্ষেত্রে ও গ্যাসের ক্ষেত্রে
26. যখন পানিতে কিছু ডিটারজেন্ট মেশানো হয় তখন এর পৃষ্ঠটান -
অপরিবর্তিত থাকে
হ্রাস পায়
বৃদ্ধি পায়
হ্রাস বা বৃদ্ধি পেতে পারে
হ্রাস পায়
তরলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পায, জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়।
27. পয়সনের অনুপাত(poisson's ratio) এর মাত্রা (dimension)কোনটি?
কোনোটিই নয়
কোনোটিই নয়
যেহেতু পয়সনের অনুপাত একই প্রকার দুটি রাশির অনুপাত তাই এর কোন মাত্রা ও একক নেই।
28. নিচের কোনটি সঠিক?
29. একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে?
আসঞ্জন বল
পৃষ্ঠশক্তি
সংসক্তি বল
পৃষ্ঠটান
সংসক্তি বল
একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংসক্তি বল বলে। বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে আসঞ্জন বল বলে।
30. একটি তারের দৈর্ঘ্য 5m, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল , অসহ পীড়ন । তারটির অসহভর কত ?
অসহ পীড়ন =
31. স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে -
ইয়ং এর গুণাঙ্ক
আয়তন গুণাঙ্ক
দৃঢ়তার গুণাঙ্ক
পয়সনের অনুপাত
দৃঢ়তার গুণাঙ্ক
32. আয়তন গুনাঙ্কের বিপরীত রাশিকে বলে -
আয়তন বিকৃতি
পীড়ন
আয়তন গুণাঙ্ক
সংনম্যতা
সংনম্যতা
33. পীড়নের এস আই একক হল-
34. কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
পানির ঘনত্ব এ সবচেয়ে বেশি।
35. পয়সন অনুপাতের মানের সীমা কোনটি ?
পয়সনের অনুপাতের মান -1 অপেক্ষা কম এবং অপেক্ষা বেশি হতে পারে না। অর্থাৎ,
36. কোন ধর্মের কারনে পানির ফোটা গোলাকৃতি হয় ?
সান্দ্রতা
স্থিতিস্থাপকতা
পৃষ্ঠটান
কৌশিকতা
পৃষ্ঠটান
পৃষ্ঠটানের জন্য কলমের কালির প্রবাহ ঘটে/কর্পুর পানিতে ভাসে/সূচ পানিতে ভাসে।
37. ছাতার কাপড়ে ছিদ্র থাকা সত্ত্বেও বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে না কেন?
পৃষ্ঠশক্তির জন্য
পৃষ্ঠটানের জন্য
সান্দ্রতার জন্য
কোনোটিই নয়
পৃষ্ঠটানের জন্য
পৃষ্ঠটানের কয়েকটি ঘটনা - পানির উপর দিয়ে পোকামাকড় হাটা, তরলের পৃষ্ঠে সুই ভেসে থাকা, পানি কচু পাতা ভিজায় না, অশান্ত সমুদ্রকে শান্ত করা, ছাতার কাপড়ে বৃষ্টির ফোঁটা প্রবেশ করতে না পারা ।
38. একটি গ্যাস অণুর ব্যাস এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা হলে গ্যাস অণুর গড় মুক্তিপথ হবে?
39. একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা 5 হলে শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত?
KT/2
KT
3KT/2
5KT/2
5KT/2
দ্বি পারমাণবিক গ্যাসের (যেমনঃ ইত্যাদি) একটি অণুর স্বাধীনতার মাত্রা 5, অতএব প্রতিটি অণুর গড় গতিশক্তি =
40. কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে, তার অণুগুলোর r.m.s বেগ কত গুণ বৃদ্ধি পায়?
0.5
41. একটি গ্যাসের নমুনার তাপমাত্রা , যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তাপমাত্রা কত?
42. একটি পাত্রে তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। হিলিয়াম অণুর গড় গতিশক্তি কত? [বোল্টজম্যান ধ্রুবক k = 1.38 ]
43. T তাপমাত্রার আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি -
44. এক মোল অক্সিজেনের ভর যথাক্রমে 2g এবং 32g হলে কোন এক নির্দিষ্ট তাপমাত্রায় অনুপাত এর মান হবে -
1/8
1/4
4
8
4
45. গড় মুক্তপথ (mean free path) গ্যাসের ঘনত্ব (density) এর -
সমানুপাতিক
বর্গের ব্যস্তানুপাতিক
বর্গের সমানুপাতিক
ব্যস্তানুপাতিক
ব্যস্তানুপাতিক
46. তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত?
560 m/s
461 m/s
861 m/s
961 m/s
461 m/s
47. শিশিরাঙ্কের সম্পৃক্ত বাস্পচাপ f এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাস্পচাপ F হলে, আপেক্ষিক আর্দ্রতা R =
R =
R =
R =
R =
R =
48. তিনটি গ্যাস অণুর বেগ হচ্ছে 25 m/s, 30 m/s এবং 35 m/s এবং তাদের মূল গড় বর্গবেগ হবে -
17.5 m/s
30.3 m/s
30 m/s
31.5 m/s
30.3 m/s
49. তাপমাত্রায় এবং চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন । ঐ একই চাপে তাপ প্রয়োগে গ্যাসের আয়তন হলে নতুন তাপমাত্রা কত?
240 K
350 K
375 K
425 K
375 K
50. গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0K তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হবে -
সর্বাধিক
শূণ্য
মাঝামাঝি
কোনোটিই নয়
শূণ্য
পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের অণুগুলো স্থির অবস্থায় থাকবে। অর্থাৎ গতিশক্তি শূন্য হবে।
51. আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপর?
তাপমাত্রা
চাপ
আয়তন
গ্যাসের প্রকৃতি
তাপমাত্রা
গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর।
52. কোনটির উপর বাস্পায়ন নির্ভর করে না?
তরলের প্রকৃতি
বায়ুর তাপমাত্রা
তরলের তাপমাত্রা
বায়ুর আর্দ্রতা
বায়ুর আর্দ্রতা
নিম্নরূপ বিষয়ের উপর বাস্পায়ন নির্ভর করেঃ
1. তরলের উপর বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাস্পায়ন দ্রুত হয়।
2. তরলের প্রকৃতির উপর বাস্পায়ন নির্ভর করে।
3. বায়ুর উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি পেলে বাস্পায়ন দ্রুত হয়।
4. বায়ুর আর্দ্রতার উপর বাস্পায়ন নির্ভর করে না।
5. বাস্পায়ন তরলের তাপমাত্রা, তরলের উপর চাপ এবং তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে।
53. তাপমাত্রা হ্রাস পেলে কোন স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা -
একই থাকে
বৃদ্ধি পায়
হ্রাস পায়
অপরিবর্তিত থাকে
হ্রাস পায়
54. তাপমাত্রায় কোন এক সময়ে বায়ুতে প্রকৃত বাষ্প ঘনত্ব 17.5 gm/m এবং সম্পৃক্ত বাষ্প ঘনত্ব 20 gm/m হলে আপেক্ষিক আর্দ্রতা কত?
87.5%
47.5%
77.5%
67.5%
87.5%
আপেক্ষিক আর্দ্রতা =
= 87.5%
55. মূল গড় বর্গবেগের সাথে চাপের সম্পর্ক কোনটি?
56. কোন সময় বায়ুর শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা 75%। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাস্পচাপ কত? ( এ সম্পৃক্ত বাস্পচাপ 9.21 mmHg P)
6.91 mmHg P
12.28 mmHg P
18.42 mmHg P
13.63 mmHg P
12.28 mmHg P
= 12.28 mmHg P
57. তাপমাত্রায় 22g গ্রাম গ্যাসের অনুসমূহের গতিশক্তি কত হবে? [ Jmol^{-1}K^{-1} ]
791.53 J
2493 J
249.3 J
1246.5 J
2493 J
= 2493 J
58. স্বাভাবিক তাপমাত্রায় P টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী কোনটি?
শুধু হোল
শুধুমাত্র ইলেকট্রন
ধনাত্নক আয়ন
হোল এবং ইলেকট্রন
হোল এবং ইলেকট্রন
59. তাপমাত্রা বাড়ালে অর্ধ পরিবাহীর রোধ -
কমবে
বৃদ্ধি পাবে
পরিবর্তন হবে না
শূন্য হবে
কমবে
তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহীর রোধ কমবে কিন্তু পরিবাহিতা বাড়বে।
60. একটি কমন এমিটার ট্রাজিস্টরের = 100 এবং = 50 হলে, কত?
1.01
0.99
1.00
1.10
0.99
61. যে যন্ত্রাংশ দিক-পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক-দিকবর্তী করে তার নাম -
রোধ
থার্মিস্টার
ট্রান্সফর্মার
রেক্টিফায়ার
রেক্টিফায়ার
62. কোন ট্রানজিস্টরের = 0.95 ও মিলি অ্যাম্পিয়ার হলে এর মান কত?
0.95
20
19
কোনোটিই নয়
19
63. নিচের কোন গেটটি AND এবং NOT গেইটের সমন্বয়ে তৈরি হয়?
NOR
NAND
OR
X-OR
NAND
64. ট্রানজিস্টর কোন কাজটি করে না?
বিবর্ধক হিসাবে
সুইচ হিসাবে
আলো নিঃসারক হিসেবে
কোনোটিই নয়
আলো নিঃসারক হিসেবে
ট্রানজিস্টর বিবর্ধক এবং সুইচ হিসাবে ব্যবহৃত হয়।
65. ট্রানজিস্টর বর্তনীর মৌলিক বিন্যাস কোনটি?
সাধারণ পীঠ
সাধারণ নিঃসারক
সাধারণ সংগ্রাহক
সকলেই
সকলেই
ট্রানজিস্টর বর্তনীর মৌলিক বিন্যাস তিনটি-
১। কমন ইমিটার (CE)
২। কমন বেস (CB)
৩। কমন কালেক্টর (CC)
66. কোন লজিক গেট দুটিকে সার্বজনীন গেট বলে?
AND ও OR
NAND ও NOR
X-OR ও NOT
AND ও NOT
NAND ও NOR
NOR গেট ও NAND গেট দিয়ে AND, OR এবং NOT গেট বাস্তবায়ন করা যায়, তাই NOR ও NAND গেটকে সার্বজনীন গেট বলা হয়।
67. কোন লজিক গেট এর যে কোনো একটি ইনপুট '1' হলে আউটপুট সবসময় '0' হবে?
AND
OR
X-OR
কোনোটিই নয়
কোনোটিই নয়
NOT গেটের যে কোনো একটি ইনপুট '1' হলে আউটপুট সবসময় '0' এবং ইনপুট '0' হলে আউটপুট '1' হবে।
68. 20mA নিঃসরক প্রবাহের ফলে একটি ট্রানজিস্টরে 18mA সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল। ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত?।
2mA
4mA
3mA
1mA
2mA
mA
69. বিশুদ্ধ জার্মেনিয়াম এর সাথে নিচের কোন অপদ্রব্য মিশিয়ে n-টাইপ অর্ধপরিবাহী গঠন করা হয়?
সিলিকন
আর্সেনিক
অ্যালুমিনিয়াম
ইন্ডিয়াম
আর্সেনিক
n-type সেমিকন্ডাক্টর = পঞ্চযোজী মৌল (P, A, Sb, Bi)
p-type সেমিকন্ডাক্টর = ত্রিযোজী মৌল (B, Al, Ga, In)
70. একটি n-type অর্ধপরিবাহীর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার তুলনায় -
বেশি
কম
সমান
কোনোটিই নয়
সমান
n-type অর্ধপরিবাহীতে -
Majority charge carrier হলো - Electron
Minority charge carrier হলো - Hole
71. অর্ধ পরিবাহী ডায়োড তৈরি করার জন্য প্রয়োজন হলো -
two n-type semiconductors
two p-type semiconductors
one n-type and one p-type semiconductors
কোনোটিই নয়
one n-type and one p-type semiconductors
ডায়োড তৈরি করার জন্য প্রয়োজন একটি n-type এবং একটি p-type সেমিকন্ডাক্টর।
72. n-type অর্ধপরিবাহী -
ধনাত্মক
ঋনাত্নক
চার্জ নিরপেক্ষ
কোনোটিই নয়
চার্জ নিরপেক্ষ
73. রেকটিফায়ার হিসাবে ডায়োড রুপান্তর করে-
এসি থেকে ডিসি
অস্থির ডিসি থেকে স্থির ডিসি
ডিসি থেকে এসি
কোনোটিই নয়
এসি থেকে ডিসি
74. বাইনারী পদ্ধতির এর মান ডেসিলাম পদ্ধতিতে কত?
3
5
7
9
7
75.
9
10
11
12
9
76. ডেসিমাল নম্বর 45 কে বাইনারীতে রুপান্তরিত করলে নীচের কোনটি হবে?
101101
101110
101111
110000
101101
77. কত কেলভিন তাপমাত্রায় অর্ধ-পরিবাহী অন্তরক হিসেবে কাজ করে?
-273
0
100
273
0
বা 0K তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলা হয় এই তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে।