Practice Sheet
উচ্চতর গণিত
বৃত্ত, কনিকস, স্থিতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি
1. পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ কোনটি?
দ্বিকাক্ষের সমীকরণ,
2. পরাবৃত্তের (4,6) বিন্দুতে স্পর্শকের সমীকরণ -
পরাবৃত্তের (4,6) বিন্দুতে স্পর্শকের সমীকরণ,
3. পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত?
8
6
4
5
6
এখানে,
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য,
4. পরাবৃত্তের উপরিস্থিত বিন্দুর কোটি 12 হলে, ঐ বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত?
9.50
18.25
10.50
20.25
18.25
এখানে, এ বসিয়ে পাই,
উপকেন্দ্রিক দূরত্ব =
5. যদি রেখাটি পরাবৃত্তকে স্পর্শ করে, তবে পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত?
4
0
2
16
16
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য,
6. বৃত্তের একটি স্পর্শক-
x=0
x=2
y=2
y=4
x=0
বৃত্ত হতে পাই,g = 1, f = -2, c = 4
এখানে,
বৃত্তটি y অক্ষ বা x = 0 রেখাকে স্পর্শ করে।
x = 0 বৃত্তের একটি স্পর্শক।
7. এর জ্যামিতিক পরিচয় কোনটি?
অধিবৃত্ত
পরাবৃত্ত
উপবৃত্ত
বৃত্ত
পরাবৃত্ত
8. এর উপকেন্দ্রিকতা হবে -
উপকেন্দ্রিকতা,
9. উপবৃত্তটির বৃহৎ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য যথাক্রমে -
and
and
and
and
and
বৃহৎ অক্ষের দৈর্ঘ্য =
ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য =
10. উপবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত?
,
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য =
11. উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
বর্গ একক
বর্গ একক
বর্গ একক
বর্গ একক
বর্গ একক
ক্ষেত্রফল = বর্গ একক
12. একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক, e এর মান কত?
প্রশ্নমতে,
13. উপবৃত্তটি (6,4) বিন্দু দিয়ে যায়। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত?
e =
14. 'P' এর মান কত হলে উপবৃত্তটি বিন্দু দিয়ে অতিক্রম করবে?
বিন্দুগামী।
15. উৎকেন্দ্রিকতা e এর জন্য 0 < e < 1 সত্য হলে, সঞ্চারপথ হবে -
উপবৃত্ত
বৃত্ত
সরলরেখা
কোনটিই নয়
উপবৃত্ত
0 < e < 1 হলে কনিকটি উপবৃত্ত হবে।
16. কোনো উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তার ফোকাসদ্বয়ের মধ্যকার দূরত্বের সমান হলে, e = ?
17. অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান -
যা অধিবৃত্ত
এর উৎকেন্দ্রিকতা, e =
18. অধিবৃত্ত এর নিয়ামক রেখা এর সমীকরণ কোনটি?
নিয়ামক রেখা,
19. একটি অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত?
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য =
20. অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাংক কত?
উপকেন্দ্র
21. সমীকরণটি কি নির্দেশ করে ?
বৃত্ত
পরাবৃত্ত
উপবৃত্ত
অধিবৃত্ত
উপবৃত্ত
উপবৃত্ত হবে ।
22. হলে হাইপারবোলার শীর্ষবিন্দুর স্থানাংক-
শীর্ষবিন্দু
23. অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হলে অধিবৃত্তের সমীকরণ -
24. দুইটি সমান মানের বল P এর সর্বনিন্ম লব্ধি মান কত?
সর্বনিন্ম লব্ধিমান,
25. 2N এবং 5N মানের দুটি বল একই রেখায় একই দিকে ক্রিয়ারত । উহাদের সর্বাধিক লব্ধি হবে?
একই রেখায় ক্রিয়ারত বলদ্বয়ের সর্বাধিক লব্ধি বলদ্বয়ের যোগফলের সমান।
26. একটি সমবাহু ত্রিভূজের বাহুত্রয়ের সমান্তরালে একইক্রমে সমবিন্দুতে কার্যরত 6,10,14 একক মানের তিনটি বেগের লব্ধির মান হবে-
বাহুর সংখ্যা= 3; লব্ধির মান =
27. কোনো বিন্দুতে ও মানের দুইটি বল ক্রিয়াশীল। প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এর মান কত?
কোনটিই নয়
28. এবং বল দুইটির লব্ধি যেখানে
হলে,
=?
29. যদি দুটি বল ও একটি কণার উপর ক্রিয়া করে এবং বল দুটি দ্বারা সৃষ্ট কোণ হয়, তবে বল দুটির লব্ধি প্রথম বলের সাথে কত কোণ উৎপন্ন করে?
30. ABC একটি সমবাহু ত্রিভুজ, এবং ও মানের তিনটি বলের দিক যথাক্রমে AB, BC ও CA এর দিকে। বল তিনটির লব্ধির মান কত?
বলত্রয়ের লব্ধি = ক্রমিক বলদ্বয়ের অন্তর
31. (1,3) বিন্দু থেকে বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য কত?
বিন্দু থেকে বৃত্তে অংকিত স্পর্শকের দৈর্ঘ্য=
32. এবং মানের দুইটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। তাদের লব্ধির মান কত?
যেহেতু বলত্রয় লম্বভাবে ক্রিয়া করে,
লব্ধি,
33. সমমানের দুটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের তিনগুণ হলে এদের মধ্যবর্তী কোণ কত?
ধরি, সমমানের বল p ও লব্ধি R
প্রশ্নমতে,
আমরা জানি,
34. কোন বিন্দুতে দুইটি বল কোণে ক্রিয়াশীল । বৃহত্তর উপাংশ এবং তাদের লব্ধি ক্ষুদ্রতর উপাংশের সাথে সমকোণ উৎপন্ন করে । ক্ষুদ্রতর উপাংশ কত?
বৃহত্তর ও ক্ষুদ্রতর উপাংশ দুইটির মধ্যবর্তী কোণ হলে এবং লব্ধি ক্ষুদ্রতর উপাংশের সাথে কোণ উৎপন্ন করলে, সুত্রসমূহ -
(i)
(ii) লব্ধি =
এখন, প্রশ্নের ক্ষেত্রে,
35. কোনো বিন্দুতে কোণে ক্রিয়াশীল ও মানের বলের লব্ধি বলের সাথে সমকোণ উৎপন্ন করলে এর মান হবে-
36. এর একটি বল kg ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করলে ত্বরণ-
37. একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যেকোন একটি ভেক্টর এর সমান হবে?
মনে করি ভেক্টরদ্বয় , ও এবং মধ্যবর্তী কোণ= হলে
38. যদি u বেগে অনুভূমিকের সাথে কোণে প্রক্ষিপ্ত বস্তু ‘T’ সময়ে তার গতিপথের সর্বোচ্চ উচ্চতা H এ পৌছায়, তবে হবে,
39. 32 ft/sec আদিবেগ এবং ভূমির সাথে কোণে বস্তু নিক্ষেপ করা হলো। ইহার আনুভূমিক পাল্লা-
40. একটি প্রক্ষেপককে আদিবেগ 30 মি./সে. সহকারে নিক্ষেপ করা হলো যেখানে g =10 মি./সে.2 । প্রক্ষেপকটির সর্বাধিক অনুভূমিক পাল্লা কত?
30 মি
90 মি
300 মি
900 মি
90 মি
41. একটি লঞ্চ 12km/h বেগে চলে 6km/h বেগে প্রবাহিত নদীর এক তীর থেকে কোন দিকে যাত্রা করলে অপর তীরে সোজাসুজি যেতে পারবে?
42. কোনো নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা বৃহত্তম পাল্লার অর্ধেক হলে, নিক্ষেপন কোণ কত?
/
কোনটি নয়
/
একই পাল্লার অপর প্রক্ষেপণ কোণ
43. রাইফেলের একটি গুলি তক্তা ভেদ করে। গুলির বেগ তিনগুন করা হলে একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করবে?
3
9
12
18
9
তক্তার সংখ্যা
44. k এর কোন মানের জন্য সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে?
1
-1
2
-2
2
xy এর সহগ শুন্য বলে,
45. নিচের কোনটি বিন্দু বৃত্তের সমীকরণ?
যে বৃত্তের ব্যাসার্ধ শুন্য তাকে বিন্দু বৃত্ত বলে,
46. বৃত্তের ব্যসার্ধ কত?
7
5
13
12
13
প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ
47. সমীকরনের বৃত্তের কেন্দ্র কোনটি?
বৃত্তের কেন্দ্র,
48. ও বৃত্তদ্বয়ের কেন্দ্র দুটির মধ্যবর্তী দুরত্ব কত?
1
5
7
10
5
বৃত্তের কেন্দ্র
বৃতেত্র কেন্দ্র
বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দুরত্ব
49. কোন বৃত্তের কেন্দ্র (3,5) এবং তার একটি ব্যাসের একপ্রান্ত (7,3) হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত?
কেন্দ্র ব্যাসের মধ্যবিন্দু ।
ধরি, অপর প্রান্তের স্থানাঙ্ক
এবং,
অপর প্রান্তের স্থানাঙ্ক (-1, 7)
50. বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক?
বৃত্তের ক্ষেত্রফল,
51. (1,2) কেন্দ্রবিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করে। উক্ত বৃত্তটি y অক্ষকে কি পরিমান ছেদ করে?
বৃত্ত x অক্ষকে স্পর্শ করে সেহেতু,
বৃত্তটি Y অক্ষকে ছেদ করে
52. বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, c এর মান কত?
11
7
5
4
4
বৃত্ত x অক্ষকে স্পর্শ করে সেহেতু,
53. (2,4) কেন্দ্র বিশিষ্ট এবং x অক্ষকে স্পর্শ করে এমন বৃত্ত-
বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে বলে, r=4;
54. (4,5) কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এমন বৃত্তের সমীকরন কোনটি?
কেন্দ্র(4,5)
নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ
নির্ণেয় বৃত্তের সমীকরণ,
55. (-4,3) ও (12,-1) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরন-
নির্ণেয় বৃত্তের সমীকরণ,
56. (4,3) কেন্দ্র বিশিষ্ট এবং সরল রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরন কোনটি?
নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ,
57. রেখাটি বৃত্তকে স্পর্শ করলে k এর মান কত?
20,-10
20,10
40,-10
40,10
40,-10
বৃত্তের কেন্দ্র (5,0) এবং ব্যাসার্ধ r=5
Given,
58. y=mx+c সরল রেখাটির বৃত্তের স্পর্শক হবার শর্ত কোনটি?
বৃত্তের কেন্দ্র (0,0) ব্যসার্ধ =a
শর্তমতে,
59. Y অক্ষকে (0,4) বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র 𝟓𝒙−𝟕𝒚−𝟐=𝟎 রেখার উপর অবস্থিত বৃত্তের সমীকরণ হবে-
এই problem টি আমরা অপশন টেস্ট এর মাধ্যমে solve করবো। প্রশ্নে যেহেতু বলা হয়েছে বৃত্তটি Y অক্ষকে স্পর্শ করে সেহেতু হবে। এখানে শুধু মাত্র (ক) ও (গ) এর ক্ষেত্রে সত্য। এখন প্রশ্ন হচ্ছে (ক) ও (গ) এর মধ্যে কোন উত্তরটি সঠিক হবে? এজন্য আমাদের ব্যবহার করতে হবে প্রশ্নে থাকা পরের Information টিকে। বলা হয়েছে বৃত্তটি Y অক্ষকে (0, 4) বিন্দুতে স্পর্শ করে বা (0, 4) বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। অর্থাৎ, (0, 4) বিন্দু দিয়ে বৃত্তটি সিদ্ধ হতে হবে। কিন্ত মজার কথা হচ্ছে (0, 4) বিন্দু দিয়ে (ক) ও (গ) উভয় বৃত্তকেই সিদ্ধ করা যায়। অর্থাৎ, আমাদের পরবর্তী Information দিয়ে Test করতে হবে। বলা হয়েছে বৃত্তের কেন্দ্র 5𝑥−7𝑦−2=0 রেখার উপর অবস্থিত, তারমানে (ক) ও (গ) এর কেন্দ্র দুটি দিয়ে 5𝑥−7𝑦−2=0 রেখাকে সিদ্ধ করলে দেখা যাবে (গ) বৃত্তের কেন্দ্র দিয়ে রেখাটি সিদ্ধ হয়। অর্থাৎ, সঠিক অপশনটি হবে (গ).
60. (3,5) কেন্দ্রবিশিষ্ট ও Y অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ কোনটি?