loading-spinner

Practice Sheet

রসায়ন

পরিবেশ রসায়ন

1. পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা কত ডিগ্রী সেন্টিগ্রেড ?

500C500 ^{\circ} C

600C600 ^{\circ} C

5000C5000 ^{\circ} C

6000C6000 ^{\circ} C

সঠিক উত্তর

6000C6000 ^{\circ} C

2. বায়ুমন্ডলে ওজোন স্তর থাকে-

ট্রপোস্ফিয়ারে

থার্মোস্ফিয়ারে

মেসোস্ফিয়ারে

স্ট্রাটোস্ফিয়ারে

সঠিক উত্তর

স্ট্রাটোস্ফিয়ারে

বিস্তারিত

বায়ুমন্ডলে ওজোন স্তর থাকে স্ট্রাটোস্ফিয়ারে। এ ওজোন স্তর ছাতার মত পৃথিবীকে আচ্ছাদন করে রাখে।

3. H2H_{2} গ্যাসের সংকট তাপমাত্রা হলো-

130C130^{\circ} C

150C- 150^{\circ} C

240C-240^{\circ} C

কোনটিই নয়

সঠিক উত্তর

240C-240^{\circ} C

4. কোনটি সেকেন্ডারি দূষক উপাদান?

NO2NO_{2}

H2SH_{2}S

SO2SO_{2}

CO2CO_{2}

সঠিক উত্তর

NO2NO_{2}

বিস্তারিত

প্রাইমারি বায়ু দূষক : COCO, CO2CO_{2}, SO2SO_{2}, NONO, NH3NH_{3}, H2OH_{2}O
সেকেন্ডারি বায়ু দূষক :SO3SO_{3}, H2SO4H_{2}SO_{4}, NO2NO_{2}, PANsPANs বাষ্প

5. এসিড বৃষ্টির পানির ক্ষেত্রে সঠিক কোনটি?

6.5<pH6.5 < pH

5.6>pH5.6 > pH

4.6>pH4.6 > pH

6.0>pH6.0 > pH

সঠিক উত্তর

5.6>pH5.6 > pH

বিস্তারিত

বায়ুমন্ডলের অধ:ক্ষেপণ বৃষ্টিতে pH এর মান 5.6 এর কম হলেই ঐ অধ:ক্ষেপণকে এসিড বৃষ্টি বলে।

6. ফটোকেমিক্যাল যৌগ তৈরীতে কোন বায়ু দূষক ভূমিকা রাখে না?

CFC

NO2NO_{2}

O3O_{3}

হাইড্রোজেন

সঠিক উত্তর

CFC

7. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ, বায়ুমন্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে?

এক্সোস্ফিয়ার

আয়োনস্ফিয়ার

ম্যাগনেটোস্ফিয়ার

মেসোস্ফিয়ার

সঠিক উত্তর

আয়োনস্ফিয়ার

8. কোন তাপমাত্রায় অনুসমূহের গতি প্রায় শুন্য হয়ে যায়?

273C-273^{\circ} C

0C0^{\circ} C

273K273 K

273K-273 K

সঠিক উত্তর

273C-273^{\circ} C

বিস্তারিত

গতিতত্ত্বের স্বীকার্য মতে, অনুসমূহের গড় গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। পরমশূন্য তাপমাত্রায় অনুসমূহের আবর্তন ও স্থানান্তর গতি থাকে না। শুধু মাত্র কম্পন গতি থাকে।

9. আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি?

H2<N2<CO2<NH3H_{2} < N_{2} < CO_{2} < NH_{3}

H2<N2<NH3<CO2H_{2} < N_{2} < NH_{3} < CO_{2}

CO2>NH3>H2>N2CO_{2} > NH_{3}> H_{2} > N_{2}

N2>H2>CO2>NH3N_{2} > H_{2} > CO_{2} > NH_{3}

সঠিক উত্তর

H2<N2<CO2<NH3H_{2} < N_{2} < CO_{2} < NH_{3}

10. নিম্নের কোন গ্যাসটি আদর্শ গ্যাসের ধর্ম থেকে সবচেয়ে বেশী বিচ্যুত?

HClHCl

HeHe

CH4CH_{4}

N2N_{2}

সঠিক উত্তর

HClHCl

বিস্তারিত

কোনো গ্যাসের আনবিক ভর যত বেশী, আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি তত বেশী। এখানে HClHCl এর আনবিক ভর বেশী।

11. বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে-

নিম্ন তাপমাত্রায়

0C0^{\circ} C তাপমাত্রায়

কক্ষ তাপমাত্রায়

খুব উচ্চ তাপমাত্রায়

সঠিক উত্তর

খুব উচ্চ তাপমাত্রায়

বিস্তারিত

খুব উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে অর্থাৎ বয়েলের সূত্র মেনে চলে।

12. কোনটি কক্ষ তাপমাত্রা

310 K

288 K

298 K

313 K

সঠিক উত্তর

298 K

বিস্তারিত

SATP তে কক্ষ তাপমাত্রা= 25C25^{\circ} C
কেলভিন একক, (273+ 25) K =298 K

13. কোনটি HSO4HSO_{4}^{-} এর অনুবন্ধী ক্ষার?

HSO4HSO_{4}

SO42SO_{4}^{2-}

H2OH_{2}O^{-}

H2OH_{2}O

সঠিক উত্তর

SO42SO_{4}^{2-}

বিস্তারিত

H2SO4HSO4SO42H_{2}SO_{4} \longleftarrow HSO_{4}^{-} \longrightarrow SO_{4}^{2-}

14. কোন গ্যাসের ব্যাপন হার কম?

SO2SO_{2}

H2SH_{2}S

HClHCl

SO3SO_{3}

সঠিক উত্তর

SO3SO_{3}

বিস্তারিত

যে গ্যাসের আনবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম।

15. SI এককে প্রমান চাপের মান কত?

760 mm(Hg)

1.01325×105Nm21.01325 \times 10^5 \hspace{1mm} Nm^{-2}

1atm1 \hspace{1mm} atm

101.325KPa101.325 \hspace{1mm} KPa

সঠিক উত্তর

1.01325×105Nm21.01325 \times 10^5 \hspace{1mm} Nm^{-2}

16. নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

NO2 NO_{2}

CFCCFC

CH4CH_{4}

N2N_{2}

সঠিক উত্তর

N2N_{2}

বিস্তারিত

গ্রিন হাউজ গ্যাস,
CO2(49%),CH4(18%),N2O(6%),O3(8%)CO_{2}(49 \%), CH_{4} (18 \%), N_{2}O(6 \%), O_{3}(8 \%) এবং জলীয় বাষ্প

17. সাইক্লোন তৈরী হতে সাগরের পানির তাপমাত্রা কত হতে হয়।

23C23^{\circ} C এর বেশী

25C25^{\circ} C এর বেশী

27C27^{\circ} C এর বেশী

কোনটিই নয়

সঠিক উত্তর

27C27^{\circ} C এর বেশী

বিস্তারিত

সাধারণত সাইক্লোন তৈরী হতে সাগরের পানির তাপমাত্রা 27C27^{\circ} C এর বেশী হতে হয়।

18. কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন মাপা যাবে না?

0K0 K

273K273 K

273F273^{\circ} F

273C273^{\circ} C

সঠিক উত্তর

0K0 K

বিস্তারিত

0 K তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।

19. নিচের কোনটি আভোগাড্রোর সূত্র?

V1p V \propto \frac{1}{p}

VT V \propto T

Vn V \propto n

PVnRTPV \propto nRT

সঠিক উত্তর

Vn V \propto n

বিস্তারিত

আভোগাড্রোর সূত্র : স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন , এর পরিমান বা মোল সংখ্যার সমানুপাতিক।

20. নিচের কোন গ্যাসের ব্যাপন ক্ষমতা বেশী?

ফ্লোরিন

অক্সিজেন

নিওন

ক্লোরিন

সঠিক উত্তর

নিওন

বিস্তারিত

ব্যাপন হার, r1M r \propto \frac{1}{\sqrt{M}}

21. কোনটি লুইস ক্ষারক?

CH3CH3CH_{3}-CH_{3}

H2C=CH2H_{2}C=CH_{2}

AlCl3AlCl_{3}

FeCl3FeCl_{3}

সঠিক উত্তর

H2C=CH2H_{2}C=CH_{2}

বিস্তারিত

ইথিনে কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। ইলেক্ট্রনসমৃদ্ধ দ্বিবন্ধন লুইস ক্ষারক হিসেবে কাজ করে। তাই ইথিন লুইস ক্ষারক। AlCl3, FeCl3 লুইস এসিড।

22. নিম্নের কোনটি লুইস এসিড নয়?

SO2SO_{2}

SO3SO_{3}

CO2CO_{2}

ZnOZnO

সঠিক উত্তর

ZnOZnO

বিস্তারিত

লুইস এসিড , CO2CO_{2}, SO2SO_{2}, SO3SO_{3}, BF3BF_{3}
লুইস ক্ষারক, NH3NH_{3}, H2OH_{2}O, OHOH^{-}, CNCN^{-}, ClCl^{-}

23. ট্রাই-ক্লোরোফ্লোরো মিথেন গ্যাসের উল্লেখযোগ্য ধর্ম নয় কোনটি?

সুস্থিত

বিষাক্ত

অদাহ্য

পানিতে দ্রবনীয়

সঠিক উত্তর

বিষাক্ত

বিস্তারিত

i. অদাহ্য গ্যাসীয় এবং সামান্য চাপ প্রয়োগেই তরল করা যায়।
ii . নিম্ন স্ফূটনাংক বিশিষ্ট।
iii. অবিষাক্ত তরল পদার্থ।
iv. পানিতে অদ্রবনীয় অত্যন্ত স্থায়ী যৌগ।

24. ফ্রিয়ন -11 গ্যাসের সংকেত কি?

CF2Cl2CF_{2}Cl_{2}

CClF3CClF_{3}

CFCl3CFCl_{3}

CHFCl2CHFCl_{2}

সঠিক উত্তর

CFCl3CFCl_{3}

25. লেড স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতুটি খাদ্য-শৃঙ্খলে প্রবেশ করে?

Cd

As

Pb

Cr

সঠিক উত্তর

Pb

বিস্তারিত

লেড স্টোরেজ ব্যাটারিতে ইলেকট্রোড তৈরীতে লেড পারঅক্সাইড PbO2PbO_{2}ব্যবহৃত হয়।

26. আদর্শ পানি(standard water) DO (dissolve oxygen) এর পরিসীমা কত?

8-12 mgL1mgL^{-1}

1-4 mgL1mgL^{-1}

4-8 mgL1mgL^{-1}

12-16 mgL1mgL^{-1}

সঠিক উত্তর

4-8 mgL1mgL^{-1}

27. নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? নিচের কোনটা ভারী ধাতুর উদাহরণ নয়?

Hg

Zn

Cd

Au

সঠিক উত্তর

28. পানীয় জলে আর্সেনিকের গ্রহনযোগ্য মাত্রা কত?

0.005mgL10.005\hspace{1mm} mgL^{-1}

0.05mgL10.05\hspace{1mm} mgL^{-1}

0.05gL10.05\hspace{1mm} gL^{-1}

0.5gL10.5\hspace{1mm} gL^{-1}

সঠিক উত্তর

0.05mgL10.05\hspace{1mm} mgL^{-1}

29. এয়ার কন্ডিশনারে নিম্নের কোনটি ব্যবহৃত হয়?

CFCl2CFCl_{2}

CFClCFCl

CFCl3CFCl_{3}

CF3ClCF_{3}Cl

সঠিক উত্তর

CFCl2CFCl_{2}

বিস্তারিত

CFCl2CFCl_{2} যা CFC-12 নামে পরিচিত।

30. রেফ্রিজারেটরে CFC এর পরিবর্তে কোনটি ব্যবহার করা পরিবেশ বান্ধব?

CF2Cl2CF_{2}Cl_{2}

CHF2ClCHF_{2}Cl

CBR2ClFCBR_{2}ClF

CH3CCl3CH_{3}CCl_{3}

সঠিক উত্তর

CHF2ClCHF_{2}Cl

31. নিম্নে আর্সেনিকের কোন রূপটি জীবজগতের জন্য সবচেয়ে বিষক্রিয়া সৃষ্টি করে?

AsO43AsO_{4}^{3-} (আর্সেনেট)

আর্সেনিক (মেটালয়েড)

As2O3As_{2}O_{3} (আর্সেনিক অক্সাইড)

AsH3AsH_{3} (আর্সাইন)

সঠিক উত্তর

AsH3AsH_{3} (আর্সাইন)

বিস্তারিত

AsH3AsH_{3} (আর্সাইন) কেননা , As3+As^{3+} সবচেয়ে বিষক্রিয়া করে।

32. অ্যানিমিয়া সৃষ্টির জন্য দায়ী কোনটি?

As3+As^{3+}

Cr3+Cr^{3+}

Pd2+Pd^{2+}

Cd2+Cd^{2+}

সঠিক উত্তর

Cr3+Cr^{3+}

33. শিশুর IQ কমে যাওয়ার কারণ কোনটির দূষনে?

Pb2+Pb^{2+}

Cr3+Cr^{3+}

As3+As^{3+}

Cd2+Cd^{2+}

সঠিক উত্তর

Pb2+Pb^{2+}

34. ক্যাডমিয়ামের লেথাল ডোজ কত?

1 ppm

0.1 g

1 g

0.05 g

সঠিক উত্তর

1 g

বিস্তারিত

1g, WHO অনুসারে

35. ’ইটাই ইটাই’ রোগ সৃষ্টির জন্য দায়ী কোনটি?

Cd3+Cd^{3+}

Pd2+Pd^{2+}

As3+As^{3+}

Cr4+Cr^{4+}

সঠিক উত্তর

Cd3+Cd^{3+}

36. ট্যানারির বর্জ্য হতে কোনটির দূষণ হয়ে থাকে?

Cd2+Cd^{2+}

Cr3+Cr^{3+}

As3+As^{3+}

Pb2+Pb^{2+}

সঠিক উত্তর

Cr3+Cr^{3+}

বিস্তারিত

Cr3+Cr^{3+} কেননা ট্যানারিতে ক্রোমিক সালফেট রঙ ব্যবহৃত হয়।

37. গ্যাস জোড়াগুলির মধ্যে কোনটির ব্যাপন হার সমান?

CO2,NOCO_{2} , NO

CO2,N2OCO_{2} , N_{2}O

CO2,COCO_{2} , CO

NO2,N2ONO_{2} , N_{2}O

সঠিক উত্তর

CO2,N2OCO_{2} , N_{2}O

38. কোন গ্যাসের ৫টি অনুর গতিবেগ 1,5,7,8,11,ms1ms^{-1} হলে rms বেগ কত?

6.11 ms1ms^{-1}

6.96 ms1ms^{-1}

7.21 ms1ms^{-1}

9.11 ms1ms^{-1}

সঠিক উত্তর

7.21 ms1ms^{-1}

বিস্তারিত

c=12+52+72+82+1125=7.21ms1 c= \sqrt{ \frac{1^2 +5^2 +7^2 +8^2 +11^2}{5}}=7.21 ms^{-1}

39. জেট বিমান চলাচল করে থাকে কোন অঞ্চলে?

স্ট্রাটোস্ফিয়ারে

মেসোস্ফিয়ারে

0.01 cm

0.1 mm

সঠিক উত্তর

স্ট্রাটোস্ফিয়ারে

বিস্তারিত

স্ট্রাটোস্ফিয়ারকে শান্তমন্ডল ও বলা হয় যা 15 -50 km পর্যন্ত বিস্তৃত।

40. কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?

কম তাপমাত্রা, কম চাপ

বেশী তাপমাত্রা, বেশী চাপ

বেশী তাপমাত্রা, কম চাপ

কম তাপমাত্রা, বেশী চাপ

সঠিক উত্তর

বেশী তাপমাত্রা, কম চাপ

41. কোনটি এলপিজি এর প্রধান উপকরণ?

ইথেন ও প্রোপেন

বিউটেন ও প্রোপেন

মিথেন ও ইথেন

মিথেন ও বিউটেন

সঠিক উত্তর

বিউটেন ও প্রোপেন

42. N2_{2} থেকে নাইট্রোজেনাস কম্পাউন্ডে রুপান্তর হলো -

N2_{2} অ্যাসিমিলেশন

N2_{2} ফিক্সেশন

ডিনাইট্রিফিকেশন

নাইট্রিফিকেশন

সঠিক উত্তর

N2_{2} ফিক্সেশন

43. একই তাপমাত্রায় H2_{2} ও O2_{2} গ্যাসের rms বেগের অনুপাত হচ্ছে -

18\frac{1}{8}

14\frac{1}{4}

4

8

সঠিক উত্তর

4

বিস্তারিত

r1r2=M2M1=322=4\frac{r_{1}}{r_{2}} = \sqrt{\frac{M_{2}}{M_{1}}} = \sqrt{\frac{32}{2}} = 4
r1:r2=4:1\therefore r_{1}:r_{2} = 4:1

44. 300K তাপমাত্রায় He এর r.m.s বেগ O2_{2} এর r.m.s বেগ এর কতগুণ?

16

2

2.282

2.828

সঠিক উত্তর

2.828

বিস্তারিত

CHeCO2=MO2MHe=324=8=2.828\frac{C_{He}}{C_{O_{2}}} = \sqrt{\frac{M_{O_{2}}}{M_{He}}} \\ = \sqrt{\frac{32}{4}} = \sqrt{8} = 2.828

45. 44 g CO2_{2} এর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি?

PV = RT

PV = 4RT

PV = 2RT

2PV = RT

সঠিক উত্তর

PV = RT

বিস্তারিত

44g CO2_{2} = 1 mol CO2_{2}
n = 1; PV = RT

46. 100C100^{\circ}C তাপমাত্রা ও 1.0526 atm চাপে CO2_{2} গ্যাসের ঘনত্ব কত?

1.052gL11.052 g L^{-1}

0.082gL10.082 g L^{-1}

1.082gL11.082 g L^{-1}

1.512gL11.512 g L^{-1}

সঠিক উত্তর

1.512gL11.512 g L^{-1}

বিস্তারিত

d=PMRT=1.0526×440.0821×373=1.512g/Ld = \frac{PM}{RT} = \frac{1.0526 \times 44}{0.0821 \times 373} = 1.512 g/L

47. 12.0 L আয়তনের একটি গ্যাস সিলিন্ডারে 23C23^{\circ}C তাপমাত্রায় এবং 7.08 atm চাপে হাইড্রোজেন গ্যাস রাখা আছে। সিলিন্ডারে কত মোল হাইড্রোজেন গ্যাস আছে?

2.45 mol

3.45 mol

4.45 mol

5.45 mol

সঠিক উত্তর

3.45 mol

বিস্তারিত

n=PVRT=7.08×12.00.0821×296=3.496moln = \frac{PV}{RT} = \frac{7.08 \times 12.0}{0.0821 \times 296} = 3.496 mol

48. 100100^{\circ}C তাপমাত্রায় এবং 1 বায়ুমন্ডলীয় চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন কত?

12 L

100 L

1200 L

1701 L

সঠিক উত্তর

1701 L

বিস্তারিত

V=wRTPM=1000×0.0821×3731×18=1701LV = \frac{wRT}{PM} = \frac{1000 \times 0.0821 \times 373}{1 \times 18} = 1701 L

49. 2727^{\circ}C তাপমাত্রায় 300 mL পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 1010^{\circ}C তাপমাত্রায় নিয়ে আসা হলে গ্যাসের আয়তন কত হবে?

280 mL

540 mL

350 mL

135 mL

সঠিক উত্তর

280 mL

বিস্তারিত

V1T1=V2T2300300=V2280\frac{V_{1}}{T_{1}} = \frac{V_{2}}{T_{2}} \rightarrow \frac{300}{300} = \frac{V_{2}}{280}
V2\therefore V_{2} = 280 mL

50. জলাশয়ে পানির pH মান কত এর নিচে হলে জলজ উদ্ভিদ ও মাছ মারা যায়?

3

5

6

7

সঠিক উত্তর

3

বিস্তারিত

জলাশয়ে পানির pH মান 3 এর নিচে হলে জলজ উদ্ভিদ ও মাছ মারা যায়। জলজ প্রাণীর জন্য পানির অনুকূল pH মান হলো 7.0 - 7.5