loading-spinner

Practice Sheet

রসায়ন

রাসায়নিক পরিবর্তন

1. গ্রীন দ্রাবক কোনটি?

কঠিন কার্বন ডাই-অক্সাইড

কার্বন ডাই-অক্সাইড গ্যাস

31.1C31.1^{\circ}C এর নিচের কার্বন ডাই-অক্সাইড

72.8C72.8^{\circ}C তাপমাত্রার কার্বন ডাই-অক্সাইড

সঠিক উত্তর

72.8C72.8^{\circ}C তাপমাত্রার কার্বন ডাই-অক্সাইড

2. নিচের কোন বিক্রিয়াটি উভমুখী?

KClO3KClO_{3} কে উত্তপ্ত করে অক্সিজেন উৎপন্ন করা

বাতাসে কার্বনের দহনে CO2CO_{2} উৎপাদন

H2H_{2}I2I_{2} এর মধ্যে বিক্রিয়া

Zn ও H2SO4H_{2}SO_{4} এর মধ্যে বিক্রিয়া

সঠিক উত্তর

H2H_{2}I2I_{2} এর মধ্যে বিক্রিয়া

3. NaCl+AgNO3NaNO3+AgClNaCl +AgNO_{3} \Rightarrow NaNO_{3} +AgCl বিক্রিয়াটি একমুখী কেন?

NaNO3NaNO_{3} অধঃক্ষেপের কারণে

AgCl অধঃক্ষেপের কারণে

NaNO3NaNO_{3} গ্যাস রূপে উড়ে যায় বলে

AgCl গ্যাস উড়ে যায় বলে

সঠিক উত্তর

AgCl অধঃক্ষেপের কারণে

4. কোনটি রাসায়নিক সাম্যাবস্থার নিয়ামক নয়?

প্রভাবক

তাপমাত্রা

ঘনমাত্রা

চাপ

সঠিক উত্তর

প্রভাবক

5. রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য-

সাম্যাবস্থার স্থায়িত্ব

বিক্রিয়ার অসম্পূর্ণতা

উভয় দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা

উপরের সবকটি

সঠিক উত্তর

উপরের সবকটি

6. PCl5(g)PCl3(g)+Cl2(g);ΔH=+90KJmol1PCl_{5}(g) \longleftrightarrow PCl_{3}(g) + Cl_{2}(g) ; \Delta H = +90KJmol^{-1} এই বিক্রিয়ায় তাপ কমালে সাম্যাবস্থার কী পরিবর্তন হবে?

পশ্চাৎমুখী অগ্রসর হবে

সম্মুখে অগ্রসর হবে

অপরিবর্তিত থাকবে

Cl2Cl_{2} এর উৎপাদন বৃদ্ধি পাবে

সঠিক উত্তর

পশ্চাৎমুখী অগ্রসর হবে

7. কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ব্যত্যয় হলে কোন নীতির উপর ভিত্তি করে পুনরায় সাম্যাবস্থায় ফিরে আসে?

লা-শাতেলিয়ার নীতি

পাউলির বর্জন নীতি

আউফ-বাউ নীতি

হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি

সঠিক উত্তর

লা-শাতেলিয়ার নীতি

8. 2SO2(g)+O2(g)2SO2(g)+44.8kCal2SO_{2}(g) + O_{2}(g) \longleftrightarrow 2SO_{2}(g) +44.8kCal বিক্রিয়াটি তাপমাত্রা বাড়ালে কি ঘটে?

SO3SO_{3} এর উৎপাদন হ্রাস পায়

বিক্রিয়া সম্মুখমুখী হয়

তরল SO3 SO_{3} উৎপন্ন হয়

O2O_{2} এর পরিমান কমে যায়

সঠিক উত্তর

SO3SO_{3} এর উৎপাদন হ্রাস পায়

9. নিচের বিক্রিয়াটিতে তাপমাত্রা বাড়ালেঃ
PCl5(g)PCl3(g)+Cl2(g);ΔH=+90KJmol1PCl_{5}(g) \longleftrightarrow PCl_{3}(g) + Cl_{2}(g) ; \Delta H= +90KJmol^{-1}

বিক্রিয়াটির সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে যাবে

বিক্রিয়াটির সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিকে যাবে

PCl5PCl_{5} এর পরিমাণ বেড়ে যাবে

PCl3(g)PCl_{3}(g) এর পরিমান বেড়ে যাবে

সঠিক উত্তর

বিক্রিয়াটির সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে যাবে

10. কোন পরিবর্তনটি তা্পোৎপাদী ?

H2O(l)H2O(g)H_{2}O(l) \longrightarrow H_{2}O (g)

H2O(g)H2O(l)H_{2}O(g) \longrightarrow H_{2}O (l)

H2O(s)H2O(l)H_{2}O(s) \longrightarrow H_{2}O (l)

H2O(s)H2O(g)H_{2}O(s) \longrightarrow H_{2}O (g)

সঠিক উত্তর

H2O(g)H2O(l)H_{2}O(g) \longrightarrow H_{2}O (l)

11. H2(g)+I2(g)2HI(g)ΔH=13KJmol1H_{2}(g) + I_{2}(g) \longleftrightarrow 2HI(g) \Delta H = -13KJmol^{-1} বিক্রিয়াটি 100C100^{\circ}C তাপমাত্রার সাম্যাবস্থায় আছে। নিচের কোন অবস্থার জন্য HI এর শতকরা হার সাম্য মিশ্রনে বেড়ে যাবে?

চাপ কমালে

তাপমাত্রা কমালে

চাপ বাড়ালে

তাপমাত্রা বাড়ালে

সঠিক উত্তর

তাপমাত্রা কমালে

12. তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লেক্ষিত অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত হবে?
N2(g)+3H2(g)2NH3(g);ΔH=92KJmol1N_{2}(g) + 3H_{2}(g) \longleftrightarrow 2NH_{3}(g); \Delta H = -92KJmol^{-1}

Increase

Decrease

Remain same

None of these

সঠিক উত্তর

Decrease

13. PCl5(g)PCl3(g)+Cl2(g)PCl_{5}(g) \longleftrightarrow PCl_{3}(g) + Cl_{2}(g) বিক্রিয়ায় Cl2Cl_{2} গ্যাস সংযোগ হলে-?

PCl5PCl_{5} এর বিয়োজন বৃদ্ধি পায়

কোনো প্রভাব পড়ে না

PCl5PCl_{5} এর বিয়োজন হ্রাস পায়

কোনটি নয়

সঠিক উত্তর

PCl5PCl_{5} এর বিয়োজন হ্রাস পায়

14. তাপমাত্রার উপর সাম্যাঙ্ক্যের নির্ভরশীলতা কোন সমীকরণ থেকে বোঝা যায়?

আরহেনিয়াস সমীকরণ

ভ্যান্ট হফের সমীকরণ

নার্নস্টের সমীকরণ

রাউন্টের সমীকরণ

সঠিক উত্তর

ভ্যান্ট হফের সমীকরণ

15. আবদ্ধ পাত্রে সংঘটিত কোন উভমুখী বিক্রিয়ার সাম্যধ্রুবকের মানকে প্রভাবিত করে-

বিক্রিয়কের পরিমান হ্রাস

উৎপাদের পরিমান হ্রাস

প্রভাবকের উপস্থিতি

তাপমাত্রার পরিবর্তন

সঠিক উত্তর

তাপমাত্রার পরিবর্তন

16. কোন বিক্রিয়ার সাম্যধ্রুবক ও হারধ্রুবক উভয়েই যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তাহলো-

শুধু প্রভাবক

শুধু তাপমাত্রা

শুধু চাপ

তাপমাত্রা ও চাপ প্রভাবক

সঠিক উত্তর

শুধু তাপমাত্রা

17. 3Fe(s)+4H2O(g)4H2(g)+Fe3O4(s);ΔH=35KJmol13Fe(s) + 4H_{2}O(g) \longrightarrow 4H_{2}(g) +Fe_{3}O_{4}(s) ; \Delta H= 35 KJmol^{-1} বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। চাপ বাড়ালে কি ঘটবে?

সাম্যধ্রুবক বৃদ্ধি পাবে

সাম্যাবস্থা বামে অগ্রসর হবে

সাম্যাবস্থা অপরিবর্তিত থাকবে

সাম্যাবস্থা ডানে অগ্রসর হবে

সঠিক উত্তর

সাম্যাবস্থা অপরিবর্তিত থাকবে

18. কোন বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায়?

N2O4(g)2NO2(g)N_{2}O_{4} (g) \longleftrightarrow 2NO_{2} (g)

2NO(g)+O2(g)2NO3(g)2NO (g) +O_{2}(g) \longleftrightarrow 2NO_{3} (g)

2N2O5(g)4NO2(g)+O2(g)2N_{2}O_{5} (g) \longleftrightarrow 4NO_{2} (g) + O_{2}(g)

H2(g)+I2(g)2HI(g)H_{2}(g) + I_{2}(g) \longleftrightarrow 2HI (g)

সঠিক উত্তর

2NO(g)+O2(g)2NO3(g)2NO (g) +O_{2}(g) \longleftrightarrow 2NO_{3} (g)

19. নিম্নে কোন বিক্রিয়ার চাপ বৃদ্ধির ফলে সাম্যাবস্থায় উৎপাদনের -পরিমান বৃদ্ধি পায়?

H2(g)+Br2(g)2HBr(g)H_{2}(g) + Br_{2}(g) \longleftrightarrow 2HBr (g)

2NO2(g)+7H2(g)2NH3(g)+4H2O(g)2NO_{2}(g) +7H_{2}(g) \longleftrightarrow 2NH_{3} (g) + 4H_{2}O(g)

CO2(g)+C(s)2CO(g)CO_{2} (g) +C(s) \longleftrightarrow 2CO (g)

CaCO3(s)CaO(s)+CO2(g)CaCO_{3}(s) \longleftrightarrow CaO (s) + CO_{2}(g)

সঠিক উত্তর

2NO2(g)+7H2(g)2NH3(g)+4H2O(g)2NO_{2}(g) +7H_{2}(g) \longleftrightarrow 2NH_{3} (g) + 4H_{2}O(g)

20. নিম্নের বিক্রিয়ার উপাদান D এর ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোনদিকে স্থানান্তরিত হয়?
A(aq)+B(aq)C(aq)+D(aq)A(aq) + B(aq) \longleftrightarrow C(aq) +D(aq)

ডানে

স্থির থাকে

বামে

সম্পর্ক নেই

সঠিক উত্তর

বামে

21. aAbBaA \rightarrow bB বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে?

d(A)dt- \frac{d(A)}{dt}

1ad(A)dt-\frac{1}{a} \frac{d(A)}{dt}

d(B)dt- \frac{d(B)}{dt}

1bd(A)dt- \frac{1}{b} \frac{d(A)}{dt}

সঠিক উত্তর

1ad(A)dt-\frac{1}{a} \frac{d(A)}{dt}

22. বিক্রিয়ার হারের একক কোনটি?

molL1s1molL^{-1}s^{-1}

molL1smolL^{-1}s

Lmol1s1Lmol^{-1}s^{-1}

L1mol1s1L^{-1}mol^{-1}s^{-1}

সঠিক উত্তর

molL1s1molL^{-1}s^{-1}

23. গ্রিন কেমিস্ট্রির বারটি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়?

নিরাপদ দ্রাবক ব্যবহার

বর্জ্য পদার্থ রোধকরণ

নূন্যতম উপজাতক

প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা

সঠিক উত্তর

প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা

24. 2N2O5(g)4NO2(g)+O2(g)2N_{2}O_{5} (g) \longleftrightarrow 4NO_{2}(g) +O_{2}(g) এই বিক্রিয়ায় যদি 6 সেকেন্ডে NO2NO_{2} এর ঘনমাত্রা 3.0×103molL13.0 \times 10^{-3} molL^{-1} বৃদ্ধি পায়, তবে গড় বিক্রিয়ার হার (molL1s1)(molL^{-1}s^{-1})কত?

1.55×1041.55 \times 10^{-4}

1.35×1041.35 \times 10^{-4}

1.15×1041.15 \times 10^{-4}

1.25×1041.25 \times 10^{-4}

সঠিক উত্তর

1.25×1041.25 \times 10^{-4}

25. বিক্রিয়ায় প্রভাবকের কাজ হলো-

সাম্যাবস্থা ডান দিকে নেয়া

বিক্রিয়ার সক্রিয়কন শক্তি, E কমানো

বিক্রিয়ার এনথালপি বৃদ্ধি করা

সাম্য মিশ্রনে উৎপাদের % পরিমান বৃদ্ধি করা

সঠিক উত্তর

বিক্রিয়ার সক্রিয়কন শক্তি, E কমানো

26. হেবার পদ্ধতিতে NH3NH_{3} উতপাদনকালে নীচের কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়?

Mo

Fe

Ni

Cr

সঠিক উত্তর

Fe

27. কোন খাদ্য দ্রব্য ও বীজ সংরক্ষনের সময় ঋণাত্নক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়?

সোডিয়াম বেনজয়েট

আনিসোল

ফসফরিক এসিড

কোনটিই নয়

সঠিক উত্তর

সোডিয়াম বেনজয়েট

28. স্পর্শ পদ্ধতিতে H2SO4H_{2}SO_{4} উৎপাদনের জন্য কোন প্রভাবক ব্যাবহার করা হয়?

Fe

Ni

Al2O3Al_{2}O_{3}

V2O5V_{2}O_{5}

সঠিক উত্তর

V2O5V_{2}O_{5}

29. মিথানল উৎপাদনের প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়-

V2O5+PtV_{2}O_{5} + Pt

Feচূর্ন+MoOFe চূর্ন +MoO

ZnO+Cr2O3ZnO + Cr_{2}O_{3}

Al2O3+SiO2Al_{2}O_{3} +SiO_{2}

সঠিক উত্তর

ZnO+Cr2O3ZnO + Cr_{2}O_{3}

30. 2SO2+O2(g)2SO3(g)2SO_{2} +O_{2} (g) \longleftrightarrow 2SO_{3} (g), এই বিক্রিয়ায় অনুকূল পরিবেশে চাপ হচ্ছে :

0.7 atm

1.7 atm

2.7 atm

3.7 atm

সঠিক উত্তর

1.7 atm

31. ভর ক্রিয়া সূত্র কে আবিষ্কার করেন?

গুলবার্গ ও ওয়েজ

রবার্ট বয়েল

জোসেফ লুইস

অ্যাভোগেড্রো

সঠিক উত্তর

গুলবার্গ ও ওয়েজ

32. ভর ক্রিয়া সূত্রানুসারে বিক্রিয়ার হার সমানুপাতিক হয় নিচের কোনটি উপর?

পাত্রের আয়তনের উপর

সাম্যধ্রুবকের উপর

বিক্রিয়কের প্রকৃতির উপর

বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উপর

সঠিক উত্তর

পাত্রের আয়তনের উপর

33. কোন বিক্রিয়ার Kp=KcK_{p}=K_{c} হলে Δn\Delta n এর মান কত?

1

2

0

3

সঠিক উত্তর

0

34. KpএবংKcK_{p} এবং K_{c} যা দ্বারা প্রভাবিত হয়-

তাপমাত্রা

চাপ

ঘনমাত্রা

All of these

সঠিক উত্তর

তাপমাত্রা

35. 33C33^{\circ}C তাপমাত্রায় 0.1atm0.1atm চাপে N2O420%N_{2}O_{4} 20 \% বিয়োজিত হয়। উক্ত বিয়োজনের জন্য KpK_{p} এর মান কত?

0.016

0.761

0.691

0.167

সঠিক উত্তর

0.016

36. 25C25^{\circ}C তাপমাত্রায় 0.1 atm চাপে N2O420%N_{2}O_{4} 20 \% বিয়োজিত হয়।উক্ত বিয়োজনের জন্য KpK_{p} এর মান কত?

0.016

0.761

0.691

0.167

সঠিক উত্তর

0.016

37. নিম্নের কোন বিক্রিয়াটির Kp=KcK_{p}=K_{c} ?

PCl5(g)PCl3(g)+Cl2(g)PCl_{5}(g) \longleftrightarrow PCl_{3}(g) + Cl_{2}(g)

N2(g)+3H2(g)2NH3(g)N_{2} (g) + 3H_{2}(g) \longleftrightarrow 2NH_{3} (g)

2HI(g)H2(g)+I2(g)2HI (g) \longleftrightarrow H_{2}(g) + I_{2}(g)

CO(g)+2H2CH3OH(g)CO(g) + 2H_{2} \longleftrightarrow CH_{3}OH (g)

সঠিক উত্তর

2HI(g)H2(g)+I2(g)2HI (g) \longleftrightarrow H_{2}(g) + I_{2}(g)

38. A+B3DA+B \longleftrightarrow 3D বিক্রিয়াটিতে KpK_{p} এবং KcK_{c} এর সম্পর্কের সমীকরণ কোনটি?

Kp=Kc(RT)1K_{p}=K_{c}(RT)^{-1}

Kp=Kc(RT)2K_{p}=K_{c}(RT)^{-2}

K_{p}=K_{c}(RT)}

Kp=Kc(RT)2K_{p}=K_{c}(RT)^{2}

সঠিক উত্তর

K_{p}=K_{c}(RT)}

39. 2Fe(s)+4H2O(steam)Fe3O4(s)+4H2(g)2Fe(s) +4H_{2}O(steam) \longleftrightarrow Fe_{3}O_{4}(s) +4H_{2} (g) বিক্রিয়ার ক্ষেত্রে KpK_{p} এবং KcK_{c} এর সম্পর্ক কি?

Kp=Kc(RT)2K_{p}=K_{c}(RT)^{-2}

Kp=Kc(RT)1K_{p}=K_{c}(RT)^{-1}

Kp=KcK_{p}=K_{c}

কোনটিই নয়

সঠিক উত্তর

Kp=Kc(RT)2K_{p}=K_{c}(RT)^{-2}

40. A+3B2CA+3B \longleftrightarrow 2C বিক্রিয়ায় KcK_{c} এর একক কি?

mol/Lmol/L

mol2/L2mol^{2} / L^{2}

L/molL/mol

Ll2/molL2Ll^{2} /molL^{2}

সঠিক উত্তর

Ll2/molL2Ll^{2} /molL^{2}

41. মিথেন গ্যাস দহন বিক্রিয়ার সাম্যাবস্থার সমীকরণ-এর KcK_{c} এর মান-

[H2O]×[Y2][CH4]×[O2]\frac{[H_{2}O] \times [Y_{2}]}{[CH_{4}] \times [O_{2}]}

[H2O]2×[CO2][CH4]×[O2]2\frac{[H_{2}O]^2 \times [CO_{2}]}{[CH_{4}] \times [O_{2}]^2}

[H2O]×[CO2]2[CH4]2×[O2]\frac{[H_{2}O] \times [CO_{2}]^2}{[CH_{4}]^2 \times [O_{2}]}

[H2O]×[CO2]2[CH4]\frac{[H_{2}O] \times [CO_{2}]^2}{[CH_{4}] }

সঠিক উত্তর

[H2O]2×[CO2][CH4]×[O2]2\frac{[H_{2}O]^2 \times [CO_{2}]}{[CH_{4}] \times [O_{2}]^2}

42. চাপের একক atm হলে নিম্নের বিক্রিয়ায় KpK_{p} এর একক কি?
COCl2(g)CO(g)+Cl2(g)COCl_{2}(g) \longleftrightarrow CO(g) +Cl_{2}(g)

atm1atm^{-1}

atm

atm2atm^{2}

একক নেই

সঠিক উত্তর

atm

43. CaCO3(s)CaO(s)+CO2(g)CaCO_{3}(s) \longleftrightarrow CaO(s) +CO_{2}(g) বিক্রিয়াটির KcK_{c} এর রাশিমালা হলো-

Kc=[CaO][CaCO3] K_{c} = \frac{[CaO]}{[CaCO_{3}]}

Kc=[CaO][CO2[CaCO3]K_{c} = \frac{[CaO][CO_{2}}{[CaCO_{3}]}

Kc=[CO2] K_{c} = [CO_{2}]

Kc=[CaO] K_{c} = [CaO]

সঠিক উত্তর

Kc=[CO2] K_{c} = [CO_{2}]

44. নিচের বিক্রিয়াটিতে সাম্যাবস্থার ধ্রুবক KcK_{c} এর একক কি?
2NO(g)+O2(g)2NO22NO(g) +O_{2}(g) \longleftrightarrow 2NO_{2}

atm

atm1atm^{-1}

dm3mol1dm^{3}mol^{-1}

moldm3mol dm^{-3}

সঠিক উত্তর

dm3mol1dm^{3}mol^{-1}

45. নিচের কোনটি সত্য নয়?

Kw=1×1014K_{w} =1 \times 10^{-14}

pKw=14pK_{w} =14

[H3O]+[OH]=Kw [H_{3}O]^{_+}[OH]^{-} = K_{w}

Kw=1×1014MK_{w} =1 \times 10^{-14 M}

সঠিক উত্তর

Kw=1×1014MK_{w} =1 \times 10^{-14 M}

46. তাপমাত্রা বাড়ালে KwK_{w} এর মান-

অপরিবর্তিত থাকে

হ্রাস পায়

বৃদ্ধি পায়

ধ্রুব থাকে

সঠিক উত্তর

বৃদ্ধি পায়

47. 298K তাপমাত্রায় পানির আয়নিক গুনফলের মান কত?

101210^{-12}

101510^{-15}

101410^{-14}

10710^{-7}

সঠিক উত্তর

101410^{-14}

48. একটি এসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবনের ঘনমাত্রা-

ব্যস্তানুপাতিক

সমানুপাতিক

বর্গের সমানুপাতিক

বর্গমূলের ব্যস্তানুপাতিক

সঠিক উত্তর

বর্গমূলের ব্যস্তানুপাতিক

49. এসিডের তীব্রতা নির্ভর করে কীসের উপর?

KcK_{c}

KbK_{b}

KaK_{a}

সবকটি

সঠিক উত্তর

KaK_{a}

50. নিম্নের কোন এসিডটির pKapK_{a} এর মান সবচেয়ে বেশী?

CH3COOHCH_{3}COOH

Cl2ChOOH Cl_{2}ChOOH

ClCH2COOHClCH_{2}COOH

C6H5COOHC_{6}H_{5}COOH

সঠিক উত্তর

CH3COOHCH_{3}COOH

51. নিম্নের যৌগগুলির পাশে pKqpK_{q} এর মান দেয়া আছে। কোনটির অম্লত্ব সর্বাধিক?

অ্যাসিটিক এসিড (4.76)

ডাইক্লোরো অ্যাসিটিক এসিড (1.26)

বেনজয়িক এসিড (4.19)

ফরমিক এসিড (3.74)

সঠিক উত্তর

ডাইক্লোরো অ্যাসিটিক এসিড (1.26)

52. নিম্নের কোন এসিডের KaK_{a} এর মান সবচেয়ে বেশী?

H2SO4H_{2}SO_{4}

HBrO4HBrO_{4}

HNO3HNO_{3}

HClO4HClO_{4}

সঠিক উত্তর

HClO4HClO_{4}

53. কোন জলীয় দ্রবনটিতে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সর্বাধিক?

HCl(pH=1)HCl(pH=1)

CH3COOH(pH=0.1CH_{3}COOH(pH=0.1

H2SO4(pH=4)H_{2}SO_{4}(pH=4)

HNO3(pH=1.5)HNO_{3}(pH=1.5)

সঠিক উত্তর

CH3COOH(pH=0.1CH_{3}COOH(pH=0.1

54. কোন এসিডটি সবচেয়ে শক্তিশালী?

HNO3HNO_{3}

CH3COOHCH_{3}COOH

HNO2HNO_{2}

H3PO3H_{3}PO_{3}

সঠিক উত্তর

HNO3HNO_{3}

55. অম্লত্বের ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি হবে?

P2O5>SO3>Al2O3P_{2}O_{5} > SO_{3}>Al_{2}O_{3}

Al2O3<P2O5<SO3Al_{2}O_{3} < P_{2}O_{5} < SO_{3}

SO3>Al2O3>P2O5SO_{3 }> Al_{2}O_{3} > P_{2}O_{5}

Al2O3>P2O5>SO3Al_{2}O_{3} > P_{2}O_{5} >SO_{3}

সঠিক উত্তর

Al2O3<P2O5<SO3Al_{2}O_{3} < P_{2}O_{5} < SO_{3}

56. কোন জোড়া এসিদের তীব্রতা ক্রম ভূল?

CH3COOH>CH3CH2COOHCH_3COOH > CH_{3}CH_{2}COOH

HClO4>HNO3HClO_{4} > HNO_{3}

ClCH2COOH>CH3COOHClCH_{2}COOH > CH_{3}COOH

HF>HClHF > HCl

সঠিক উত্তর

CH3COOH>CH3CH2COOHCH_3COOH > CH_{3}CH_{2}COOH

57. নিচের এসিডগুলোর মধ্যে কোনটি ‘পাইরো’ এসিড?

HClO4HClO_{4}

H3PO3H_{3}PO_{3}

H2SO3H_{2}SO_{3}

H2S2O7H_{2}S_{2}O_{7}

সঠিক উত্তর

H2S2O7H_{2}S_{2}O_{7}

58. ”Oil of Vitrol” হলো

HNO3HNO_{3}

H3PO4H_{3}PO_{4}

HCl{HCl}

H2SO4H_{2}SO_{4}

সঠিক উত্তর

H2SO4H_{2}SO_{4}

59. হাইড্রাসিডসমূহের তীব্রতা কিসের উপর নির্ভর করে?

কেন্দ্রীয় পরমানুর জারণ সংখ্যা

কেন্দ্রীয় পরমানুর চার্জ ঘনত্ব

অ্যানায়নের আকার

ক্যাটায়নের আকার

সঠিক উত্তর

অ্যানায়নের আকার

60. pH স্কেল নামক পদ্ধতি প্রকাশ করেন-

সোরেনসেন

সি এম গুল্ডবার্গ

হেন্ডারসন

অষ্টওয়াল্ট

সঠিক উত্তর

সোরেনসেন

61. এসিটিক এসিডের বিয়োজন মাত্রা 10%10 \% হলে ঐ এসিডের 0.001 মোলার দ্রবণ pH কত?

1

4

0

3

সঠিক উত্তর

4

62. নিচের কোন দ্রবণের pH 7.0 অপেক্ষা বেশী?

0.01MNaCl0.01M \hspace{1mm} NaCl

0.01MCH3COOH0.01M \hspace{1mm} CH_{3}COOH

0.01MNa2CO30.01M \hspace{1mm} Na_{2}CO_{3}

0.01MNH4Cl0.01M \hspace{1mm} NH_{4}Cl

সঠিক উত্তর

0.01MNa2CO30.01M \hspace{1mm} Na_{2}CO_{3}

63. বিশুদ্ধ পানিতে ইথানল যোগ করলে মিশ্রনটির pH এর মান হবে-

7.0 অপেক্ষা বেশী

7.0 অপেক্ষা কম

7.0

None of the above

সঠিক উত্তর

7.0 অপেক্ষা কম

64. 0.001M NaOH এর pH কত?

3

7

11

5

সঠিক উত্তর

11

65. সেমিমোলার NaOH দ্রবণের pOH কত?

0.03

0.20

0.30

0.50

সঠিক উত্তর

0.30

66. 0.005 M H2SO4 H_{2}SO_{4} দ্রবনের pH কত হবে?

5

3

2

4

সঠিক উত্তর

2

67. 0.01M HCl দ্রবনের pOH এবং pH হলো-

13,1

14,0

12,2

1,13

সঠিক উত্তর

12,2

68. 1M HCl দ্রবনের pH কত?

0

1

6

5

সঠিক উত্তর

0

69. একটি দ্রবনের pH হলো 6. ঐ দ্রবনে আরো HCl দ্রবন যোগ করে দ্রবনের pH 3 করা হলো। শেষ দ্রবণে H+H^{+} আয়নের মোলার ঘনমাত্রা বৃদ্ধি ঘটেছে-

102times10^2 times

103times10^3 times

103times10^{-3} times

102times10^{-2} times

সঠিক উত্তর

103times10^3 times

70. pH-2 এর দ্রবণের তুলনায় pH-5 এর দ্রবণ কত গুন কম অম্লিক?

3

10

100

1000

সঠিক উত্তর

1000

71. কোন দ্রবণের pH এর মান 3.6 হলে দ্রবনটির [H+][H^{+}] এর মান কোনটি?

2.51×103mol/L2.51 \times 10^{-3} mol/L

2.51×105mol/L2.51 \times 10^{-5} mol/L

2.51×104mol/L2.51 \times 10^{-4} mol/L

None

সঠিক উত্তর

2.51×104mol/L2.51 \times 10^{-4} mol/L

72. ফলের রসের একটি নমুনার pH হল 3.80। ঐ নমুনায় OHOH^{-} এর ঘনমাত্রা কত মোলার?

1.58×105M1.58 \times 10^{-5} M

6.31×1011M6.31 \times 10^{-11} M

5.29×1010M5.29 \times 10^{-10} M

6.98×109M6.98 \times 10^{-9} M

সঠিক উত্তর

6.31×1011M6.31 \times 10^{-11} M

73. 10910^{-9} M NaOH দ্রবনের pH কত?

10

9

5

7

সঠিক উত্তর

5

74. 1.5%1.5 \% NaOH দ্রবনের pH কত?

13.57

14.18

12.62

13.21

সঠিক উত্তর

13.57

75. 2%(WV)Na2CO32 \% (\frac{W}{V}) Na_{2}CO_{3} দ্রবনের pH এর মান কত?

10.6

12.6

13.6

14.0

সঠিক উত্তর

13.6

76. বিশুদ্ধ পানির ঘনমাত্রা হল (mole/litre)-

35.5

1.0

55.5

18.0

সঠিক উত্তর

55.5

77. বিশুদ্ধ পানিতে OHOH^{-} এবং H+H^{+} এর মোলার ঘনমাত্রা এর অনুপাত কত?

7

10710^{-7}

0

1

সঠিক উত্তর

1

78. ক্ষুদ্রান্ত্রের pH এর সীমা কত?

6.5 - 7.5

7.5- 8.0

7.0 - 8.5

7.0 - 7.5

সঠিক উত্তর

7.5- 8.0

79. pH কি?

log[H+] log[H^{+}]

log[H+] -log[H^{+}]

log[OH] log[OH^{-}]

log[OH] -log[OH^{-}]

সঠিক উত্তর

log[H+] -log[H^{+}]

80. মানবদেহে রক্তের pH কত?

5.4

8.4

7.4

8.0

সঠিক উত্তর

7.4

81. কোন স্থানের মাটির pH, 11 হলে সে মাটিতে ফসল ফলানোর জন্য নিচের কোনটি প্রয়োগ করতে হবে?

TSP

চুন

ডলোমাইট

(NH4)2CO(NH_{4})_{2}CO

সঠিক উত্তর

TSP

82. দাঁতের ক্ষয় রোধে ব্যবহৃত টুথপেস্টের pH কত?

4.5

5.5

7.4

8.0

সঠিক উত্তর

8.0

83. মৃৎশিল্পে মাটির pH কত রাখা প্রয়োজন?

6.0 - 6.5

6.8 - 7.2

8.5 - 9.5

10.5 - 12.0

সঠিক উত্তর

6.0 - 6.5

84. ফুটন্ত অবস্থায় পানির pH কত?

0

7

7 অপেক্ষা সামান্য কম

7 অপেক্ষা সামান্য বেশী

সঠিক উত্তর

7 অপেক্ষা সামান্য কম

85. কৃষি উৎপাদনে অম্লধর্মী মাটির pH বাড়ানোর জন্য কোন যৌগটি ব্যবহৃত হয়?

KNO3KNO_{3}

NH4NO3NH_{4}NO_{3}

(NH4)HPO4(NH_{4})HPO_{4}

CaO

সঠিক উত্তর

CaO

86. মাটির pH বাড়াতে ব্যবহৃত অম্লধর্মী যৌগটি হলো-

Potassium nitrate

TSP

Dolomite

Silica

সঠিক উত্তর

Dolomite

87. 0.01mol/L ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়াম আয়ন (H3O+)(H_{3}O^{+}) দ্রনণের pOH কত?

2

12

10

14

সঠিক উত্তর

12

88. মানুষের চোখের পানির pH-

6.35 - 6.68

6.6 - 6.9

4.8- 7.5

7.4 - 7.8

সঠিক উত্তর

4.8- 7.5

89. অম্লধর্মী মাটির pH বাড়াতে ব্যবহৃত হয়-

চুন

নাইট্রেট

ফসফেট

সোডিয়াম

সঠিক উত্তর

চুন

90. সাবান উৎপাদনে pH রাখতে হয়-

7.0

6.0

5.0

7.0

সঠিক উত্তর

7.0

91. দুর্বল এসিড HX ও NaOH এর বিক্রিয়ার সমীকরণটিহলো- HX(aq)+NaOH(aq)NaX(aq)+H2O(l)+NaXHX(aq) + NaOH(aq) \longrightarrow NaX(aq) + H_{2}O(l) +NaX এর জলীয় দ্রবণের সম্ভাব্য pH হবে-

5.5

7.0

8.5

3.0

সঠিক উত্তর

8.5

92. নিম্নের কোনটি বাফার দ্রবণ?

CH3COOH,NaOHCH_{3} - COOH, NaOH

CH3COOH,CH3COONaCH_{3} - COOH, CH_{3}-COONa

NaOH,Na2CO3NaOH, Na_{2}CO_{3}

$HCl, NaCl

সঠিক উত্তর

CH3COOH,CH3COONaCH_{3} - COOH, CH_{3}-COONa

93. বাফার দ্রবণটি সনাক্ত কর?

0.2M10mlCH3COOH+0.2M10mlNAOH0.2M \hspace{1mm} 10ml CH_{3}COOH + 0.2M \hspace{1mm} 10ml NAOH

0.2M10mlCH3COOH+0.1M10mlNAOH0.2M \hspace{1mm} 10ml CH_{3}COOH + 0.1M \hspace{1mm} 10ml NAOH

0.1M10mlCH3COOH+0.2M10mlNAOH0.1M \hspace{1mm} 10ml CH_{3}COOH + 0.2M \hspace{1mm} 10ml NAOH

0.2M10mlHCl+0.1M10mlNAOH0.2M \hspace{1mm} 10ml HCl + 0.1M \hspace{1mm} 10ml NAOH

সঠিক উত্তর

0.2M10mlCH3COOH+0.1M10mlNAOH0.2M \hspace{1mm} 10ml CH_{3}COOH + 0.1M \hspace{1mm} 10ml NAOH

94. কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ?

CH3COOH+CH3COONaCH_{3} - COOH + CH_{3}-COONa

NH4Cl+NH4OHNH_{4}Cl +NH_{4}OH

CH3COOH,CH3COONaCH_{3} - COOH, CH_{3}-COONa

NaCl+NH4OHNaCl +NH_{4}OH

সঠিক উত্তর

NH4Cl+NH4OHNH_{4}Cl +NH_{4}OH

95. রক্তের pH নিয়ন্ত্রনে কোন বাফারটি সাধারনত ভূমিকা পালন করে না?

ফসফেট

এসিটেট

বাই কার্বনেট

প্রোটিন

সঠিক উত্তর

এসিটেট

96. একটি এসিটেট বাফার দ্রবণের এসিটেট লবনের মাত্রা দ্বিগুন করলে কতটুকু pH পরিবর্তন হবে?

log2 -log 2

log2log2

0

1

সঠিক উত্তর

0

97. রক্তের বাফার ক্রিয়ার সমীকরণ কোনটি?

H2CO3+H2OH3O++HCO3H_{2}CO_{3} + H_{2}O \longleftrightarrow H_{3}O^{+} + HCO_{3}^{-}

CO2+H2O2H++CO3CO_{2} + H_{2}O \longleftrightarrow 2H^{+} + CO_{3}

HCO3H++CO22HCO_{3} \longleftrightarrow H^{+} + CO_{2}^{2-}

HCO3HCO3HCO_{3} \longleftrightarrow HCO_{3}^{-}

সঠিক উত্তর

H2CO3+H2OH3O++HCO3H_{2}CO_{3} + H_{2}O \longleftrightarrow H_{3}O^{+} + HCO_{3}^{-}

98. কোনটি সঠিক নয়?

মানবদেহে স্বাভাবিক অবস্থায় রক্ত একটু ক্ষারীয়

NH4OH+NH4ClNH_{4}OH +NH_{4}Cl একটি বাফার দ্রবণ নয়

CH3COOH+CH3COONaCH_{3}COOH + CH_{3}COONa একটি বাফার দ্রবণ

এসিড বৃষ্টি হলে মাটির pH মান হ্রাস পায়

সঠিক উত্তর

NH4OH+NH4ClNH_{4}OH +NH_{4}Cl একটি বাফার দ্রবণ নয়

99. রক্তের pH কত পরিবর্তন হলে জীবন সংকটাপন্ন হয় ?

0.3

0.5

0.6

0.4

সঠিক উত্তর

0.5